নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি। আদালতের সময় নষ্ট করার জন্যে এই জরিমানা।
আরও পড়ুনঃ Kiren Rijiju-কে আইন মন্ত্রক থেকে সরানো হল, বড় পদক্ষেপ কেন্দ্রের
নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। এমনকি কুন্তল চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে। যার পরে আইনের জল অনেকদূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বদল হয়েছে এজলাস, কিন্তু বদলায়নি বিচার। আজ সেই মামলার রায়দান।
আজ বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ মামলার রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
গত শুক্রবারের শুনানিতে অভিষেকের আইনজীবী হাই কোর্টের পুরনো নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানান। একই সঙ্গে অভিষেককে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার আর্জি জানান। কিন্তু সেই আবেদন খারিজ করেদেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তদন্তকারী সংস্থা যাতে চরম পদক্ষেপ নিতে না পারেন, তার জন্যও আবেদন করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের আইনজীবী।

তখনই হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্হা বলেন, “আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।” এর আগেও বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এই মামলায় পক্ষ করতে নির্দেশ দেন। কুন্তলের চিঠি মামলায় বিচারপতি সিন্হার পর্যবেক্ষণ ছিল, আইনের ঊর্ধ্বে কেউ নন। তা হলে তদন্তে সহযোগিতা করতে অভিষেকের অসুবিধা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোন কিছুর আশঙ্কা করছেন?
আদালতের সময় নষ্ট করায় ৫০ লক্ষ টাকা জরিমানা, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে CBI
আজ বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চান অভিষেক। কিন্তু মেলেনি রক্ষাকবচ। গত মঙ্গলবার মামলার শুনানি হয়। ওই দিন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি। আজ সেই মামলার শুনানি ছিল। যেখানে অমৃতা সিনহা আদালতের সময় নষ্ট করার জন্যে অভিষেক বন্দোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ৫০ লক্ষ টাকা জরিমারা করেছেন।