নজরবন্দি ব্যুরো: স্কুলের ছুটি কবে শেষ হচ্ছে তা নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। এরইমধ্যে নতুন ঘোষণা করল রাজ্য। রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ল আরও ১০ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। আগামী ১৫ জুন গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুলবে বলেই জানা গিয়েছে। বাংলায় ফের তীব্র দাবদাহ দেখা গিয়েছে। এই কারণেই পড়ুয়াদের কথা মাথায় রেখেই গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুনের শুরুতেই জ্বলবে বাংলা! কবে কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা?
চলতি বছর মার্চ থেকেই বাংলায় গরম দেখা দিয়েছিল। তাপপ্রবাহের কারণে গত ২ মে গরমের ছুটির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মে মাস শেষ হওয়ার পরই স্কুল খোলার পরিকল্পনা চলছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদল হল। ওয়াকিবহাল মহলের মতে, গত ২ মে গরমের ছুটি ঘোষণা করার সময়েই আভাস পাওয়া গিয়েছিল যে একমাসের আগে স্কুল খুলবে না।

গরমের ছুটি নিয়ে জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ জুন রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক এবং প্রাথমিক স্কুলগুলি চালু হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস জুনের শুরু থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এরপরই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এই অবস্থায় সরকারি এবং বেসরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি। জুনের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়বে। আগামী ২ জুন, শুক্রবার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৩ জুন, শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও মাসের প্রথম থেকেই দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা, ১০ দিন বাড়ল গরমের ছুটির মেয়াদ
