Sukanta Majumdar: সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত

সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত
railway allocated two crores for the beautification of balurghat railway station said sukanta majumdar

নজরবন্দি ব্যুরোঃ বালুরঘাট রেল স্টেশন সৌন্দর্যায়নের জন্য দু’কোটি টাকা বরাদ্দ করল ভারতীয় রেল মন্ত্রক। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই স্টেশন নতুন ভাবে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে বালুরঘাট স্টেশনের ভেতরে বসার পর্যাপ্ত জায়গা ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে জানিয়েছেন এলাকার প্রিয় সাংসদ। সুকান্ত মজুমদারের এই ঘোষণার পর খুশির হাওয়া এলাকাজুড়ে।

আরও পড়ুনঃ ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

২০০৪ সালে ভারতীয় রেলের মানচিত্রে বালুরঘাটের প্রবেশ ঘটে। তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব এসে রেল স্টেশনের উদ্বোধন করেন। তারপর এক এক করে ট্রেন চলতে শুরু করে বালুরঘাট থেকে। বর্তমানে বালুরঘাট থেকে হাওড়া, কলকাতা, শিলিগুড়ি ও নবদ্বীপের ট্রেন চলাচল করে।  ক্রমশ ট্রেনের সংখ্যা বাড়ায় নতুন প্লাটফর্ম তৈরি হয়েছে। ওভার ব্রিজ নির্মিত হয়েছে। কিন্তু পর্যাপ্ত পানীয় জল নেই। স্টেশনে ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে কষ্ট হয় কারন বসার ব্যবস্থা অপ্রতুল। আলো ও ফ্যানের ঘাটতিও রয়েছে স্টেশনে।

Sukanta Majumdar: সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত

সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ হওয়ার পর থেকেই জোর দিয়েছেন এলাকার সৌন্দর্যায়ন এবং সামগ্রিক মানোন্নয়নের। কার্যত তাঁর প্রচেষ্টাতেই এবার বালুরঘাট স্টেশনের সবকিছু এবার ঢেলে সাজাতে চাইছে উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন। স্টেশনের ভেতরে বিভিন্ন জায়গায় একাধিক নান্দনিক ছবি দিয়েও সাজানোর প্রস্তাব আছে।

সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত মজুমদার
সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত মজুমদার

এই বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘বালুরঘাটে যখন প্রথম রেল যাতায়াত শুরু হয়, তখন অনেকেই স্টেশনে ঘুরতে আসতেন। এবার সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। দুই কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ছবি লাগানো হবে। সুন্দর বসার জায়গা থাকবে। পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা থাকবে। তাছাড়াও, বিভিন্ন কাজ করা হবে। আগে যেমন অনেকেই স্টেশনে ঘুরতে আসতেন, আবার আসবেন।’

সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত মজুমদার

Sukanta Majumdar: সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি, বালুরঘাটবাসীকে বড় উপহার দিলেন সুকান্ত

অন্যদিকে আজ সুকান্ত মজুমদার নিজের এলাকায় জনসংযোগ কর্মসূচী পালন করেন। পাশাপাশি সাংসদ হিসেবে ৪ বছর পুর্তি উপলক্ষে চায় পে চর্চা অনুষ্ঠানে কেক নিয়ে আসেন তাঁর অনুগামীরা। কেক কেটে সবার সাথে আলোচনায় অংশ নেন সুকান্ত। একই দিনে বালুরঘাট শহরে প্রতিবন্ধীদের জন্যে ফ্রি মেডিক্যাল চেকআপের বন্দোবস্থ করেছিলেন সুকান্ত। সব মিলিয়ে সাংসদ হিসেবে নিজের ৪ বছর পুর্তির দিনে এলাকাবাসীকে একাধিক সুখবর দিলেন জনপ্রিয় সাংসদ।