Sourav Ganguly: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের বাসিন্দা, পৃথিবী জোড়া নাম। তবুও বাংলার ব্র্যান্ড হতে পারেননি সরকারের তরফে। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ব্রাত্য থেকে গিয়েছেন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্যাপ্টেন কে অন্য এক বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা ব্র্যান্ড অ্যাম্বাসাডারের সম্মান দিল।

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা বিজেপি সরকারের।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আরও পড়ুনঃ মেয়াদ শেষের আগেই পতন হতে পারে কেন্দ্রের বিজেপি সরকারের, নয়া দাবি মমতার!

ত্রিপুরা সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly is the brand ambassador of Tripura Government)। মঙ্গলবার ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেন। সৌরভ এই প্রস্তাবে সম্মত হয়েছেন। মন্ত্রী জানিয়েছেন কিছুদিনের মধ্যেই সৌরভ আগরতলা যাবেন। সেখানেই সাক্ষরিত হবে চুক্তি।

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

Sourav Ganguly: ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই লন্ডন যাবেন সৌরভ। ফেরার পর ত্রিপুরা সরকারের প্রতিনিধিরা ফের তাঁর কাছে আসবেন। সেই সময়ে বিস্তারিত চুক্তি, শ্যুটিংয়ের দিনক্ষণ চূড়ান্ত হবে। ত্রিপুরার পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, আগামী মাসেই এই কাজ শুরু হয়ে যাবে। সবটা চূড়ান্ত হলেই সৌরভ আগরতলা যাবেন। সেখানে গিয়েই শ্যুটিং করবেন তিনি।

ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের
ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, বড় ঘোষণা প্রতিবেশী রাজ্যের

জানা গেছে, কয়েক দিন ত্রিপুরা সরকারের তরফে তাঁর কাছে প্রস্তাব আসে, তিনি ত্রিপুরার মুখ হবেন কি না অর্থাৎ তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সৌরভের বাড়ি গিয়ে দেখা করেন ত্রিপুরার পর্যটনমন্ত্রী। এই প্রস্তাব আসার পর ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের কাছে কিছুটা সময় চেয়ে নেন সৌরভ। এরপর সাময়িক ভাবনা-চিন্তা এবং অনুরাগীদের সঙ্গে কথা বলার পর আজ সবুজ সংকেত দিয়ে দেন মহারাজ।