Subhman Gill: ট্রোলিংয়ের শিকার শুভমন, বোনকে হুমকি! কড়া পদক্ষেপ দিল্লি মহিলা কমিশনের

ট্রোলিংয়ের শিকার শুভমন, বোনকে হুমকি! কড়া পদক্ষেপ দিল্লির মহিলা কমিশন

নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ার যেমন অনেক ভালো দিক রয়েছে তেমনই রয়েছে কিছু খারাপ দিক। তার মধ্যে একটি ট্রোলিং। আড়ালে থেকেই নিচু মানসিকতার পরিচয় দিয়ে সহজেই যে কাউকে খারাপ কথা এমনকি হুমকি দেওয়া যায়। আরসিবির বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকেই এই ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা শুভমন গিলকে। তাঁর ভালো খেলার খেসারত দিতে হচ্ছে বোনকেও! সোশ্যাল মিডিয়ায় লাগাতার ধর্ষণ এবং যৌন হেনস্থার হুমকি পাচ্ছেন শুভমনের বোন শাহলীন গিল। এই অবস্থায় কড়া পদক্ষেপ নিল দিল্লির মহিলা কমিশন।

আরও পড়ুন: টুইট- বিতর্কে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন সৌরভ, কী লিখলেন দাদা?

সম্প্রতি কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে সেঞ্চুরি হাকিয়েছিলেন গুজরাট টাইটান্সের শুভমন গিল। ওই ম্যাচে হারার পর এবারের আইপিএল থেকে বিদায় নিতে হয় বিরাট কোহলির দলকে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভমনকে নিয়ে ট্রোলিং শুরু হয়। তাঁর বোন শাহলীন গিলকেও ধর্ষণ এবং যৌন হেনস্থার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করল দিল্লির মহিলা কমিশন। গত বুধবার দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল জানান, ক্রিকেটার শুভমন গিলের বোন শাহনীল অনলাইনে যে হেনস্থার শিকার হয়েছেন সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এফআইআর দায়ের করার দাবি জানিয়ে দিল্লি পুলিশকে নোটিস পাঠানো হয়েছে।”

ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!
ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!

এই নোটিসের কপি টুইটারে শেয়ার করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি লিখেছেন, আগামী ২৬ মে’র মধ্যে দিল্লি পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। এই ধরনের অপরাধীদের কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। নোটিসে জানানো হয়েছে,  সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন শুভমন গিলের বোন। তাঁকে যৌন হেনস্থা, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতেই দিল্লি পুলিশকে এফআইআর দায়ের এবং কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আগামী ২৬ মে-র মধ্যে তার বিস্তারিত রিপোর্ট জানতে চাওয়া হয়েছে।

ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!
ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!

গত রবিবার ছিল গুজরাট টাইটান্স এবং আরসিবির ম্যাচ ছিল। ওই ম্যাচ ছিল মরণ বাঁচন লড়াই। কিন্তু শুভমনের সেঞ্চুরি এবং তাঁর দলের অনবদ্য পারফরম্যান্সের জেরে আরসিবিকে বিদায় জানাতে হয়। ওইদিন চিন্নাস্বামীতে খেলা দেখতে গিয়েছিলেন শাহলীন। সেখান থেকেই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরপরই শুরু হয় ট্রোলিং। এর বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপ দিল্লির মহিলা কমিশনের।

ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!

ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!
ট্রোলিংয়ের শিকার শুভমন, বোন শাহলীনকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি!