নজরবন্দি ব্যুরো: গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে বিরাট কোহলি প্রথমে শতরান হাঁকিয়েছিলেন। রান তাড়া করতে নেমে শুভমন গিলের বিধ্বংসী শতরানে ম্যাচ হারে আরসিবি। তার আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যামেরন গ্রিনও সেঞ্চুরি করেন।
আরও পড়ুন: একলাফে ফাইনালে ধোনির CSK, নেটপাড়া ঢেকে গেল হলুদ রঙে
সৌরভ টুইট করেন, ”এই দেশ দুর্ধর্ষ প্রতিভার জন্ম দেয়…শুভমন গিল…ওয়াও…দুই অর্ধে দুটো দুর্দান্ত শতরান…টুর্নামেন্টের স্ট্যান্ডার্ডও বেশ ভাল।” আর এই নিয়েই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মহারাজকে প্রশ্ন করেন, সেই দিন বিরাটও শতরান করেন, কিন্তু আপনি তাঁর নাম নেননি।
আবার অনেকেই এই টুইটে বিরাটের না নেওয়া নিয়ে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন। অনেকে সৌরভের সমালোচনায় নেমে পড়েন। এক কোথায় এই টুইট ঘিরে দাদা কে ট্রোল কারা শুরু হয়। আর এবার আরও একটি টুইট করে সেই সব ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
এদিন সৌরভ যে টুইট করেন তাতে তিনি লেখেন, এই টুইটকে ঘোরানোর চেষ্টা করছেন, আশা করব তাঁরা নিশ্চয় ইংরেজি বোঝেন। যদিও নাও বোঝেন, তাঁরা যেন অন্য কারওর থেকে জেনে নেন টুইটের আসল অর্থ।
টুইট- বিতর্কে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন সৌরভ, কী লিখলেন দাদা?

আলসে সেই টুইটের ‘টু স্টানিং নকস ইন টু হাভস’–এই লাইনটা নিয়েই যত ধোঁয়াশা। কেউ মনে করছেন সৌরভ গ্রিন আর গিলের কথা বলেছেন। যদিও মহারাজ গ্রিনের নাম নেননি। আর কোহলির নাম না নেওয়ায় অনেকের মধ্যেই ধারণা তৈরি হয় সৌরভ ইচ্ছা করেই কোহলির নামোল্লেখ করেননি।