নজরবন্দি ব্যুরো: আইপিএল ২০২৩ প্রায় শেষ ধাপে পৌঁছে গিয়েছে। চলছে প্লে অফ পর্ব। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংস। হার্দিকের দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ধোনির সিএসকে। এরপরই খুশির আমেজে মেতেছে মাহিভক্তরা। সোশ্যাল মিডিয়া ঢেকে গিয়েছে হলুদ রঙে। বিভিন্ন ধরণের মিম এবং পোস্ট দেখা যাচ্ছে নেটপাড়ায়।
আরও পড়ুন: WTC ফাইনালের আগেই পছন্দের একাদশ বেছে নিলেন শাস্ত্রী, দেখুন কারা সুযোগ পেলেন রবির একাদশে
মঙ্গলবার চেপক স্টেডিয়ামে খেলা হয়। দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত। স্বাভাবিকভাবেই গোটা স্টেডিয়ামজুড়ে ছিল হলুদের ছটা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে চেন্নাই। প্রথম থেকে মনে করা হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট সহজেই রান তুলে নেবে। কিন্তু সিএসকে বোলারদের যাদু দেখা যায় মাঠে। একের পর এক উইকেট এবং অসাধারণ ফিল্ডিংয়ের মাধ্যমে ১৫ রানে গুজরাটকে হারায় চেন্নাই।
READY FOR THE FINALS 🕺 CSK VS MI#MSDhoni𓃵 #RohitSharma𓃵 #CSKvsGT pic.twitter.com/FEmb21jSNC
— Amit! (@AMITZZZ_) May 23, 2023
গতকাল দুইদলের অধিনায়কের উপর নজর ছিল। তবে ধোনি কিংবা হার্দিক কেউই ব্যাট হাতে চমক দিতে পারেননি। শোনা গিয়েছে, এবছরই শেষ আইপিএল খেলবেন ‘ক্যাপ্টেন কুল’। তবে তিনি নিজে এখনও অবসর ঘোষণা করেননি। তাই মনে করা হচ্ছে আগামী বছরেও তাঁকে হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে। যদিও চূড়ান্ত কিছু জানা যায়নি।
#ChennaiSuperKings#MSDhoni𓃵 be like pic.twitter.com/rtaX2SjuHQ
— पुल्कित (@pulkit250) May 23, 2023

চেন্নাই ফাইনালে পৌঁছে যাওয়ার পর থেকেই সিএসকে ফ্যানদের উল্লাস তুঙ্গে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে পঞ্চমবার ট্রফি নিয়ে যেন ফিরতে পারে চেন্নাই সেই আশায় বুক বাঁধছে ভক্তরা। ২০১০ সালে প্রথমবার আইপিএলে জয় পায় চেন্নাই। এরপর ২০১১, ২০১৮, ২০২১ সালে ট্রফি যেতে হলুদের দল।
একলাফে ফাইনালে ধোনির CSK, ১৫ রানে গুজরাটের পরাজয়
Reporter: you’ve reached IPL final, how do you feel?
MS Dhoni: pic.twitter.com/KWdT3gh36T
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) May 23, 2023
