নজরবন্দি ব্যুরো: ৭ জুন থেকে ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বাইশ গজে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত বনাম অস্ট্রেলিয়ার সেই মেগা ফাইনালের আগে দুই দেশের তারকা ক্রিকেটারদের মিলিয়ে পছন্দের একাদশ বেছে নিলেন রবি শাস্ত্রী। ১১ জনের দলে টিম ইন্ডিয়ার মাত্র চারজন জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: আই পি এল যাত্রা শেষ, এবার WTC এর জন্য ইংল্যান্ড যাত্রা বিরাট সহ ৭ ক্রিকেটারের
রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি শাস্ত্রীর দলে জায়গা পেলেও শুভমন গিলকে নেননি ভারতের প্রাক্তন হেড কোচ। আর এই দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সঞ্চালিকা সঞ্জনা গণেশনের কাছে শাস্ত্রী বলেন, রোহিত শর্মা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের থেকে অনেকটাই অভিজ্ঞ।
স্টিভ স্মিথ যদি ক্যাপ্টেন হতেন, তাহলে ছবিটা হয়তো বদলাতো। প্যাট কামিন্স ও রোহিত শর্মার মধ্যে শাস্ত্রী সংযুক্ত দলের অধিনায়ক হিসেবে ‘হিটম্যান’কেই বেছে নিচ্ছেন। অপর দিকে অস্ট্রেলিয়া দল থেকে জায়গা পেয়েছেন উসমান খোওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন।
কিন্তু এত ভাল খেলে যাওয়া গিল কেন দলে নেই? এর ব্যাখ্যা দিয়েছেন রবি। তিনি জানিয়েছেন, “উসমান খোয়াজা ও শুভমন গিলের মধ্যে যে কোনও একজনকে বেছে নেওয়া খুবই কঠিন ছিল। শুভমন বিশ্ব ক্রিকেটের উঠতি তারকা। কিন্তু সাম্প্রতিক অতীতে খোয়াজা ভালো ফর্মে আছে। তাই ওকেই বেছে নিলাম।”
অপর দিকে অশ্বিনকে বাদ দিয়ে শাস্ত্রীর দলের দুই স্পিনার ন্যাথান লিও এবং রবীন্দ্র জাদেজা। বিদেশের মাটিতে পারফরম্যান্সের ভিত্তিতে অভিজ্ঞ অজি অফ স্পিনারকেই প্রথম একাদশে রেখেছেন শাস্ত্রী। তিন পেসার হিসেবে মহম্মদ শামি, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক।

ভারতের শ্রীকর ভরত নয়, সাত নম্বরে উইকেটরক্ষক হিসেবে শাস্ত্রীর পছন্দ অ্যালেক্স ক্যারি। অপর দিকে মিডল অর্ডারের জন্য বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে দলে নিয়েছেন শাস্ত্রী।
WTC ফাইনালের আগেই পছন্দের একাদশ বেছে নিলেন শাস্ত্রী, দেখুন কারা সুযোগ পেলেন রবির একাদশে
সব মিলিয়ে শাস্ত্রীর একাদশ এই রকম: রোহিত শর্মা (অধিনায়ক), উসমান খোয়াজা, মার্নাস লাবুশানে, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, রবীন্দ্র জাদেজা, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লিও ও মহম্মদ শামি ।