নজরবন্দি ব্যুরো: আইপিএলের লিগ পর্বের খেলা শেষ। শুরু হচ্ছে মহা গুরুত্বপূর্ণ প্লে-অফ উইক। তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের হ্যাংওভার কাটার আগেই বিরাট কোহলিরা ঢুকে পড়ছেন জাতীয় দলের অন্দরমহলে। আগামী ৭ জুন থেকে ওভালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
আরও পড়ুন: নীরজের নজির, বিশ্বের একনম্বর ভারতের সোনার ছেলে
মেগা ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। তাই বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী ইংল্যান্ডের পরিবেশের সাথে মানিয়ে নেবার জন্য বিরাট সহ আরও ৬ জন ক্রিকেটার রওনা হচ্ছেন সে দেশে। আর তাঁর হলেন, সিরাজ, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, রবিচন্দ্রন অশ্বিন।

এছারাও যাচ্ছেন হেড কোচ রাহুল দ্রাবিড় ও তাঁর কোচিং স্টাফও। উল্লেখ্য, আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে যাঁদের, তাঁদেরই প্রথম ব্যাচ হিসেবে ইংল্যান্ডের জলহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য পাঠানো হচ্ছে বিলেতে। আরসিবি, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সেই সব দলের সংশ্লিষ্ট ক্রিকেটাররা মঙ্গলবারই বিমান ধরছেন।
এছাড়া তিনজন সাপোর্ট বোলার অনিকেত চৌধরী, আকাশ দীপ ও পৃথ্বীরাজ ইয়ারাকে শুরু থেকেই সঙ্গে নিয়ে যাচ্ছে ভারতীয় দল। চেতেশ্বর পূজারা ইংল্যান্ডেই কাউন্টি ক্রিকেটে ব্যস্ত।
আই পি এল যাত্রা শেষ, এবার WTC এর জন্য ইংল্যান্ড যাত্রা বিরাট সহ ৭ ক্রিকেটারের
তিনি সপ্তাহের শেষের দিকে জাতীয় শিবিরে যোগ দিতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে পৌঁছে যাওয়ায় ক্যাপ্টেন রোহিত শর্মা এখনই জাতীয় দলে যোগ দিতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে কোচ রাহুল দ্রাবিড়ের নজরদারিতে চলবে অনুশীলন।