নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। জানা যায়, খাদিকুল গ্রামে এক তৃণমূল নেতার বাড়িতে একের পর এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় ৭ জনের দেহ।বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে বেশকিছুটা দূরে গ্রামের রাস্তায় ছড়িয়েছিটিয়ে পরেছিল ছিন্নভিন্ন দেহ গুলি। পাশাপাশি আহত হন আরও অনেকেই। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশকর্মীরা পৌঁছলে, গ্রামের মানুষরা তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়।
আরও পড়ুন: Sourav Ganguly-র নিরাপত্তা বাড়াল নবান্ন, কোন আশঙ্কার জেরে এই সিদ্ধান্ত?
এরপরেই এই ঘটনাটি ঘিরেই শুরু হয় রাজনৈতিক শোরগোল! এই ঘটনায় শোক প্রকাশ করে সিআইডি তদন্তের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আর রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই মঙ্গলবার রাতে এগরার খাদিকুলে পৌঁছন সিআইডি আধিকারিকরা। পাশাপাশি রাতেই অবস্থার অবনতি হওয়ায় জখম দুজনকে পাঠানো হয়েছে কলকাতার হাসপাতালে। অন্যদিকে, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর তদন্তের দাবি করে অমিত শাহকে চিঠি লেখেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিকে, বিস্ফোরণের ঘটনার পর গোটা একটি রাত পেরিয়ে গিয়েছে। এখন এগরার খাদিকুলে শুধুই স্বজনহারানোর আর্তনাদ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে আমজনতা। জানা যাচ্ছে, বুধবার, আজ সকালেই আর্থিক সাহায্য প্রদানে গ্রামে যাবেন মানস ভুইঞা, দোলা সেনরা। তাছাড়াও খাদিকুলে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও।
অন্যদিকে, আজ ঘটনাস্থলে যাবেন সিআইডি আধিকারিক ও ফরেনসিক বিশেষজ্ঞরা। তবে এই ঘটনায় শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, তিনি বিস্ফোরণের ঘটনায় প্রয়োজন পরলে এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। পাশাপাশি পুলিশ মন্ত্রীর পদত্যাগের আরজিও জানাবেন তিনি।