নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত! ভারী-অতিভারী বৃষ্টিতে ভিজতে চলছে বাংলা, জানুন কোথায় কত বর্ষণ?
state will be drenched in continuous rain

নজরবন্দি ব্যুরো: অবশেষে সত্যি হল আশঙ্কা! আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করেই নিম্নচাপে পরিণত হল বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। আর এই নিম্নচাপের জেরেই আগামী তিন দিন টানা ভারী-অতিভারী বৃষ্টিতে ভিজতে চলছে বাংলা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Calcutta High Court: হাইকোর্টের ধমকের ২৪ ঘণ্টার মধ্যেই অনামিকার নিয়োগের বিজ্ঞপ্তি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘ওষুধেই কাজ’!

এপ্রসঙ্গে মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তা আজ অর্থাৎ মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তটি। জানা যাচ্ছে, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের কাছে অবস্থান করছে এই নিম্নচাপ। এই নিম্নচাপটির অক্ষরেখা বর্তমানে রাঁচী থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোসাগর পর্যন্ত গিয়েছে। আর এই দুইয়ের প্রভাবে আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত, জানুন কোথায় কত বর্ষণ
নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত, জানুন কোথায় কত বর্ষণ

এদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিওবা এরপরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আর এই বৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত, জানুন কোথায় কত বর্ষণ

অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত, জানুন কোথায় কত বর্ষণ

নিম্নচাপে পরিণত হল ঘূর্ণাবর্ত, জানুন কোথায় কত বর্ষণ