নজরবন্দি ব্যুরোঃ একটা দল তখনই সাফল্য পায় যখন অধিনায়কের সঙ্গে বাকি খেলোয়াড়দের মতের মিল হয়। অথচ ভারতীয় জোরে বোলার শান্তাকুমারণ শ্রীসন্থ কিন্তু অন্য কথা বলছেন। শ্রীসন্থের দাবি, তিনি খেলার সময় মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর মতের মিল ছিল না। যদিও তিনি বলেছেন, মতের মিল না থাকলেও পারফরম্যান্সে কখনও সেই প্রভাব পড়েনি। আর শ্রীসন্থের এই মন্তব্যের পর কিন্তু বেজায় চটেছেন ধোনি-ভক্তরা।
আরও পড়ুনঃ বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?
ঠিক কী বলেছেন শ্রীসন্থ? তিনি বলেছেন, “আমার সঙ্গে ধোনি ভাইয়ের মতের মিল হত না। কিন্তু এখন ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে বলব, ধোনি সবার পাশেই দাঁড়িয়েছে। কিছু কিছু পরিস্থিতিতে অধিনায়ক অন্য রকম ভাবতেই পারে। দলগত খেলায় এটা মেনে নিতেই হবে।”

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, “কোনও বিশেষ ক্রিকেটারের নাম উঠলেই ধোনি বলত, কেন স্রেফ ২-৩ জনকে নিয়ে কথা হবে। দলের প্রত্যেকে ভাল খেলেছে বলেই আমরা জিতেছি। ধোনির সব সময় দলকে আগে রাখত। সব সময় ট্রফি তুলে দিত দলের সবচেয়ে কমবয়সি সদস্যের হাতে। প্রত্যেকের কঠোর পরিশ্রমের কারণে আমরা বিশ্বকাপ জিততে পেরেছিলাম।”
ধোনির সঙ্গে আমার মতের মিল হত না! প্রাক্তন অধিনায়ককে নিয়ে বিস্ফোরক শ্রীসন্থ
আসলে শ্রীসন্থ বুঝিয়েছেন, ধোনি কখনও একজন খেলোয়াড়ের ব্যক্তি নৈপুণ্যকে গুরুত্ব দিতে চাইতেন না। বরং তিনি মনে করতেন দলগতভাবে ভালো খেললেই সাফল্য আসতে বাধ্য। আসন্ন ক্রিকেট বিশ্বকাপেও সাফল্য পেতে ভারতীয় দলকে ধোনির এই মন্ত্রে বিশ্বাস রাখার কথাও বলেছেন শ্রীসন্থ।
শান্তাকুমারণ শ্রীসন্থ ভারতীয় ক্রিকেটের এক বিতর্কিত চরিত্র। বরাবরই নিজের ‘অতি’ আগ্রাসনের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন। ২০১৩ সালে আইপিএলে গড়াপেটার অভিযোগে তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করে বিসিসিআই। যদিও সেই নির্বাসন কেটে গিয়েছে। আবারও ভারতীয় দলে শ্রীসন্থ প্রত্যাবর্তন করতে চাইলেও তা এখনও সম্ভব হয়নি। তবে, রঞ্জিতে তিনি ফিরেছিলেন। প্রসঙ্গত, নির্বাসনের সময় তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
