বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?
Foundation laying of International Cricket Stadium in Varanasi

নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার অবসান। আজ, ২৩ সেপ্টেম্বর বারাণসী সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে এ বার নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন মোদী। আজ শনিবার বারাণসী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, কপিল দেবরা।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত

একইসঙ্গে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহরাও। বারাণসীর অত্যাধুনিক এই স্টেডিয়ামটি তৈরি হবে বেলপাতার আদলে। স্টেডিয়ামে থাকবে কাশী এবং শিবের ছোঁয়া। গ্যালারির আকৃতি হবে শিবের মাথায় থাকা এক ফালি চাঁদের মতো। ভিআইপি গ্যালারি দেখতে হবে ডুগডুগির বা ডমরুর মতো।

  বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?
বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?

স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলি হবে ত্রিশূলের আকারের। গ্যালারি তৈরি করা হবে বারাণসীর গঙ্গার ঘাটগুলির আদলে।অর্থাৎ পুরদস্তুর ধর্ম এবং আধুনিকতার মিশেলে তৈরি হচ্ছে এই স্টেডিয়াম। এর মধ্যে যে ধর্মের ছোঁয়া রয়েছে, সেটা মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

Varanasi: বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?

এই অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী বলেন, “ক্রিকেটে সারা বিশ্বের সঙ্গে ভারতের যোগ রয়েছে। নতুন দেশও ক্রিকেটে আসছে। মহাদেবের শহরে স্টেডিয়ামটিও তাঁকেই উৎসর্গ করা। কাশীতে এই স্টেডিয়ামটি হওয়ায় ক্রীড়াবিদরাও উপকৃত হবেন। পূর্বাঞ্চলের উজ্জ্বল নক্ষত্র হবে স্টেডিয়ামটি। খেলাধুলো সম্পর্কে ধারণা বদলানোর ফলেই বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে দেশের সাফল্য আসছে বলেও দাবি মোদীর”।

বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?

Varanasi: বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিলান্যাস করে কী বললেন মোদী?

বারাণসীর এই ক্রিকেট স্টেডিয়ামটি গড়তে খরচ হচ্ছে ৪৫১ কোটি টাকা। যার মধ্যে জমি কিনতে লেগেছে ১২১ কোটি টাকা। ৩০ হাজার দর্শকাসন থাকবে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বারাণসী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস অনুষ্ঠানে ‘নমো’ লেখা ভারতের জার্সি তুলে দেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।