বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত
India is number 1 in all formats of cricket

নজরবন্দি ব্যুরোঃ টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগেই একনম্বর স্থান দখল করেছিল ভারত। বাকি ছিল ওয়ানডে। আর এবার ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই এক নম্বর হয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা, ভারতের ভিসা পেল না পাকিস্তান

শুক্রবার মোহালিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ওডিআই ম্য়াচ জিতে ইতিহাস তৈরি করেছে ভারত। এর আগে আইসিসি ওয়ানডে র্যােঙ্কিংয়ে পাকিস্তান দল ছিল এক নম্বরে। এক নম্বর হতে, টিম ইন্ডিয়ার দরকার ছিল একটি জয় এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটের জয়ের সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানকে এক নম্বর জায়গা থেকে সরিয়ে দিয়ে শীর্ষস্থানের দখল নিয়েছে।

বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত
বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত

অস্ট্রেলিয়া হেরে যাওয়ার ফলে বিশ্বকাপে একনম্বর দল হয়ে নামতে পারবেন না স্টিভ স্মিথরা। পাকিস্তান অবশ্য শীর্ষস্থানে পৌঁছতেই পারে। সিরিজের বাকি দুটি ম্যাচে ভারতকে হারাতে পারলেই অজিরা পৌঁছে যাবে শীর্ষে। সিরিজ ভারত জিতে নিলে বিশ্বের একনম্বর দল হিসেবে নামতে পারবে মেগাইভেন্টে।

ICC ODI Ranking: বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত

এরআগে, এই রেকর্ড ছিল কেবল দক্ষিণ আফ্রিকার। ২০১২ সালের আগস্টে তিন ফরম্যাটে এক নম্বর দল হয়েছিল প্রোটিয়ারা। অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের রেটিং পয়েন্ট এখন ১১৬। পাকিস্তানের থেকে এক রেটিং পয়েন্ট এগিয়ে তারা। তিন নম্বরে থাকা অজিদের রেটিং পয়েন্ট ১১১।

বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত

ICC ODI Ranking: বিশ্বকাপের আগে ক্রিকেটের সব ফরম্যাটে ১ নম্বর ভারত

এশিয়া কাপের ফাইনালে যেতে না পারলেও এতদিন পাকিস্তান শীর্ষস্থান দখলে রেখেছিল। অস্ট্রেলিয়া-ভারত দুই দলেরই সুযোগ ছিল শীর্ষে যাওয়ার। কিন্তু এশিয়া কাপ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই দল প্রয়োজনের সময় ম্যাচ হারায় সুযোগ হারিয়েছে। শেষ পর্যন্ত চলমান সিরিজে অজিদের হারিয়ে বিশ্বকাপের আগেই এক নম্বার দল হিসেবে মহাইভেন্ট খেলতে নামবে রোহিত বাহিনী।