নজরবন্দি ব্যুরোঃ ইমরান হাশমির সঙ্গে ‘জন্নত’ সিনেমাতে ডেবিউ করেই মন কেড়ে নিয়েছিলেন একটা বড় অংশের দর্শকের। সেই সোনালের এই হট লুক এবার তোলপাড় করে দিয়েছে ইন্টারনেট। নানান মন্তব্যে ভরে গিয়েছে ইন্সট্রাগ্রাম। শুধু তাই না সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়েই এখন মেতেছে নেটিজেনরা।
আরও পড়ুনঃ Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন, ৬ শতাব্দীতে এমন দিন আসেনি আর!
গোলাপি রঙের নাইটিতে মারকাটারি ফিগার দেখতে পাওয়া গিয়েছে। খোলা চুলে নাইটি পরে তিনি দুর্দান্ত এক আমেজের সৃষ্টি করেছেন। এই ছবিতেই ২ লক্ষ লাইক পড়েছে ইতিমধ্যেই। ভক্তরা ভরিয়ে দিয়েছেন প্রসংসার কমেন্টে।

সোনালের চৌহানের ছবিতে এক ভক্ত কমেন্ট করেছিলেন। শীতের মাঝেই গ্রীষ্মের আমেজ। দ্বিতীয় এক ব্যাক্তি প্রশংসা করে লিখেছেন অপনি অত্যন্ত সুন্দরী সঙ্গে হটও বটে। অন্য একজন লিখেছেন সূর্য আপনাকে স্পর্শ করে আরও গরম হয়ে গিয়েছে। প্রতিটি ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
সোনাল চৌহান ইনস্টাগ্রামে অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায় প্রায় ৪ মিলিয়ান ফলোয়ার সোনালের। তিনি হট ও বোল্ড অবতারের জন্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত।
কালো অন্তর্বাস ও জিন্স পরে একটি ছবি তোলপাড় করেছে সোশ্যাল মিডিয়ায় যা পরবর্তীকালে দুর্বার গতিতে ভাইরাল হয়েছে। সোনাল চৌহানের ছবিগুলি লক্ষ লক্ষ মনে ঝড় তুলেছে। এই ছবিতে ১ লক্ষেরও বেশি লাইক পড়েছে।

ছবির কথা বললে বলা যেতে পারে যে সোনাল চৌহান বলিউডের সঙ্গে সঙ্গে তামিল ও কন্নড় ছবিতেও অভিনয় করেছেন। এখনও পর্যন্ত সাইজ জিরো, ডিক্টেটর, রেবা ও শের ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
পিঙ্ক লুকে হট সোনাল, সোনালের এই ছবি তোলপাড় করে দিয়েছে ইন্টারনেট
বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে দুরন্ত ছবি জন্নতে অভিনয় দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন সোনাল চৌহান। সোনালের নামই বর্তমানে যথেষ্ট তাঁর পরিচিতির জন্য। ছবির সঙ্গে সঙ্গে সোনালের বোল্ড লুকও সিজলিং ছবি সর্বদা চর্চায় থাকে।