Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন, ৬ শতাব্দীতে এমন দিন আসেনি আর!

Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন, ৬ শতাব্দীতে এমন দিন আসেনি আর!
Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন, ৬ শতাব্দীতে এমন দিন আসেনি আর!

নজরবন্দি ব্যুরোঃ ৫৮০ বছর পর আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন। এটি এই বছরের দ্বিতীয় এবং সর্বশেষ চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ২৬ মে ২০২১ তারিখে। ৩ ঘন্টা ২৮ মিনিট ৩০ সেকেন্ড ধরে রক্তের মতো লাল চাঁদ (Blood Moon) দেখা যাবে আজ। গত ৬ শতাব্দীতে এমন দিন আসেনি আর। বলা বাহুল্য এই শতাব্দীতে এমন দিন আর আসবেনা।

আর পড়ুনঃ কেন খাবেন ডিম? শীতে কতটা সুরক্ষা দেয়? জানুন ডিম খাওয়ার উপকারিতা।

আজ রাতে হবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। দেখা যাবে টানা তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। রাতের কালো আকাশে চাঁদের রং হবে রক্তের মতো লাল। তাই এর নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’। এই শতাব্দীতে এতটা সময় ধরে খণ্ডগ্রাসের ব্লাড মুন দেখা সম্ভব হবে না আর।

আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি আজ অর্থাৎ শুক্রবার দেখা যাবে চিন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাও-সহ গোটা পূর্ব এশিয়ায়। অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপে। উত্তর ও দক্ষিণ আমেরিকায়। প্রশান্ত মহাসাগর ও লাগোয়া দেশগুলিতেও।

Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন

Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন
Longest Lunar Eclipse: আজ পূর্ণিমায় হবে বিরলতম চন্দ্রগ্রহন

তবে ভারতীদের জন্যে খারাপ খবর হল এই খণ্ডগ্রাস দেখা যাবে না ভারতের কোন এলাকা থেকে। কারন ৬ শতাব্দীর বিরলতম চন্দ্রগ্রহন যখন চুড়ান্ত মূহুর্তে পৌঁছাবে তখন ভারতে দুপুর। সঠিক সময়ক  দুপুর ২টো ৩২ মিনিট। এই শতাব্দীতে এতটা বা এর চেয়ে বেশি সময় ধরে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আর হবে না।

পূর্ণিমার চাঁদের চেয়ে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় চাঁদের ৯৭.৪ শতাংশই ঢাকা থাকার  ফলে, শুক্রবারের খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস এর মতই মনে হবে। এই প্রসঙ্গে বলা যায়, প্রদক্ষিণের পথে পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে গেলেই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ