SIR (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকার খসড়ায় বৈধ ভোটারের নাম না ওঠা নিয়ে বাড়ি বাড়ি নজরদারির নির্দেশ আগেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই নির্দেশ বাস্তবায়নে সরাসরি যুক্ত বুথ লেভেল এজেন্টদের (BLA ও BLA-2) আরও কড়া বার্তা দিতে চলেছেন তিনি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবারের সভায় আমন্ত্রিত কলকাতা ও লাগোয়া জেলার প্রায় ৪০টি বিধানসভার বিএলএ ও বিএলএ-২, পাশাপাশি সংশ্লিষ্ট দলীয় কর্মীরা। সকাল ১১টার মধ্যে সভা শুরু হওয়ার কথা। উপস্থিত থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব।

তৃণমূলের অভিযোগ, SIR-এর খসড়া তালিকায় যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়ে থাকে, তার জন্য সরাসরি দায়ী বিজেপি। দলটির আরও দাবি, এই রাজনৈতিক ষড়যন্ত্রে নির্বাচন কমিশন বিজেপির দোসরের ভূমিকা নিচ্ছে। তৃণমূলের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, “একটি বৈধ নামও যদি বাদ যায়, তার পরিণতি মারাত্মক হবে।”
এই পরিস্থিতিতে কীভাবে ‘ষড়যন্ত্র’ রোখা যাবে, সেই কৌশল চূড়ান্ত করতেই আজকের বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।
গত মঙ্গলবার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় বৈঠকেই মমতা স্পষ্ট নির্দেশ দেন—কোন পরিস্থিতিতে এবং কেন ভোটারদের নাম খসড়া তালিকায় ওঠেনি, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। সে দিনই তিনি বলেছিলেন, “বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয় হতে হবে, আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।”


তার পরই সিদ্ধান্ত হয়, কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বিএলএ ও বিএলএ-২দের নিয়ে বড় সভা করা হবে। দলীয় স্তরে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
৫৯ লক্ষ নাম বাদ, নতুন সফটওয়্যার নিয়ে আশঙ্কা
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, SIR-এর খসড়া তালিকায় প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম নেই। এর মধ্যে মৃত ও স্থানান্তরিত ভোটার যেমন রয়েছেন, তেমনই অনেকের ফর্ম জমা না দেওয়ার কারণেও নাম বাদ পড়েছে। আবার এমনও দেখা যাচ্ছে, ২০২৫ সালের তালিকায় অনেকের নামই নেই—তাঁদের নতুন করে ফর্ম ৭ জমা দিয়ে নাম তুলতে হবে।

তৃণমূলের আরও অভিযোগ, নতুন সফটওয়্যার ব্যবহার করে ২০০২ ও ২০২৫ সালের তথ্য ‘ম্যাপিং’ করে বিশেষভাবে কিছু নাম স্ক্রুটিনি করা হচ্ছে, যার ফলে নির্দিষ্ট শ্রেণির ভোটারদের নাম বেশি বাদ পড়ছে। দলের দাবি, বাদ পড়া তালিকায় হিন্দু ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
বিজেপি ব্যাকফুটে? তৃণমূলের দাবি
তৃণমূল নেতৃত্বের দাবি, এই ইস্যুতে বিজেপি কার্যত ব্যাকফুটে। রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর তত্ত্ব সামনে এনে বিজেপি যে দাবি করছিল, তা বাস্তবে মুখ থুবড়ে পড়েছে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “SIR প্রক্রিয়া সর্বতোভাবে বিজেপিকেই কোণঠাসা করেছে।”
ডানকুনি পুরসভার কাউন্সিলর সূর্য দে-কে খসড়া তালিকায় মৃত দেখানো এবং সেই নিয়ে প্রতীকী সৎকার ও স্মরণসভা ঘিরে প্রতিবাদও এই আবহকে আরও উত্তপ্ত করেছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করেছেন।
আজকের সভার গুরুত্ব কোথায়
সব মিলিয়ে, SIR ইস্যুতে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করা, বাড়ি বাড়ি নজরদারি জোরদার করা এবং সম্ভাব্য রাজনৈতিক ক্ষতি ঠেকাতে রণনীতি চূড়ান্ত করাই আজকের সভার মূল লক্ষ্য। এই প্রেক্ষিতে নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দিশা দেখাবে, তা নিয়ে সন্দেহ নেই।








