নজরবন্দি ব্যুরো: এই মুহূর্তে চর্চায় একটিই নাম, সেটি হল শুভমান গিল। চলতি IPL-এ তাঁর পারফরম্যান্স দেখে তাঁকে জাতীয় দলে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। তিনি অধিনায়ক হবেন কি না তা সময় বলবে। ইতিমধ্যেই IPL-এ দুটো সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবেন রোহিতরা? জানিয়ে দিল ICC
গুজরাট চ্যাম্পিয়ন হতে পারবে কি না তার অনেকটা নির্ভর করছে তাঁর উপর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রিকেটের বাইরে গিলের প্রেম নিয়ে গুঞ্জন বহু দিন ধরে এবং একাধিক মহিলার সাথে তাঁর সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
এদের মধ্যে এক জন অভিনেত্রী সারা আলি খান। যদিও সম্পর্ক নিয়ে দুই তারকাই মুখে কুলুপ এঁটেছিলেন। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টা এড়িয়েও যাননি ক্রিকেট তারকা। একাধিকবার সারা-শুভমানকে একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু সূত্রের খবর, সারা-শুভমানের বিচ্ছেদ হয়েছে।
সারার সঙ্গে বিচ্ছেদ শুভমানের? তোলপাড় সোশ্যাল মিডিয়া
আগে একে-অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করলেও এখন দু’জনেই আনফলো করে দিয়েছেন। দু’জনের মধ্যে সম্পর্ক যে ঠিক নয় বা ফাটল ধরেছে সেটা এটা দেখেই বোঝা গিয়েছে। ফলে তাঁরা ফের নতুন করে চর্চায়। তবে এই সম্পর্ক ভাঙার পিছনে অনেকেই শচীন তেণ্ডুলকর-কন্যা সারা তেণ্ডুলকরকে দায়ি করেছেন।