নজরবন্দি ব্যুরো: লন্ডনের ওভালে ৭ জুন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। ফাইনালে জয়ী দল কত টাকা পাবেন এ বিষয়ে বিষয়ে একটি ঘোষণা করা হয়েছে আইসিসি-র তরফে। এতে জানানো হয়েছে যে বিজয়ী দল ১৩ কোটি টাকার বেশি পুরস্কার পাবে।
আরও পড়ুন: আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হার্দিক-রোহিত
অর্থাৎ টিম ইন্ডিয়ার কাছে এই অঙ্ক জেতার সুযোগ রয়েছে। অন্যদিকে পাকিস্তানও মোটা টাকা পাবে। আর রানার্স দল পাবে ৬.৬১ কোটি টাকা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানিতে কোনও বদল আনা হচ্ছে না।
ওয়ার্ল্ড কাপ ২০১৯-২১- যা প্রাইজমানি ছিল এবারও তাই রয়েছে। টাকার অংকে কোনও বৃদ্ধি হয়নি। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, সমস্ত দলকে ৩১ কোটি টাকার বেশি অংক ভাগ করে দেওয়া হবে। এদিকে ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কত টাকা পাবেন রোহিতরা? জানিয়ে দিল ICC
অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা ইতিমধ্যেই বিলেতে পৌঁছে গিয়েছেন। দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং সাপোর্ট স্টাফ লন্ডনে। আইপিএল ফাইনালের পরে রোহিত শর্মা-বিরাট কোহলিরা ইংল্যান্ড উড়ে যাবেন।