নজরবন্দি ব্যুরো: মহম্মদ শামি। চার বছর আগে হারের বদলা নিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেওয়ার প্রধান কারিগর। বুধবারের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের স্বপ্ন ভেঙে দিল তাঁর আগুনে পেসই। সঙ্গে জোড়া রেকর্ডের মালিক হলেন তারকা পেসার। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় হিসাবে সেরা বোলিং পারফরম্যান্স ৫০ উইকেট। বিশ্বকাপে সবচেয়ে বেশিবার এক ম্যাচে পাঁচ উইকেট তুলে নেওয়ার নজির।
এদিন দুই দল মিলিয়ে ৭০৪ রান তুলেছে। সেই ম্যাচে ৭ উইকেট গেল বঙ্গ পেসারের ঝুলিতে। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৯টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বিশ্বের সপ্তম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০ উইকেট নিলেন শামি।

তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে গ্লেন ম্যাকগ্রা, মুথাইয়া মুরলিথরন, লসিথ মালিঙ্গা, ওয়াসিম আক্রম, ট্রেন্ট বোল্ট এবং স্টার্কের। জাহির খান এবং জাভাগল শ্রীনাথকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রাহক হয়েছেন শামি। তাঁদের ৪৪টি করে উইকেট রয়েছে বিশ্বকাপে। সেমিফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হল ৫৪।
এছারাও বিশ্বকাপ সেমিফাইনালে বুধবার মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি মাইলফলক স্পর্শ করেছিলেন মহম্মদ শামি। দেশের হয়ে ১০০টি এক দিনের ম্যাচ খেলা হয়ে গেল তাঁর। অপর দিকে এ বার বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিলেন তিনি। তিন বার ম্যাচের সেরার পুরস্কারও পেলেন। বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিলেন ৫৭ রান খরচ করে।
৭ উইকেট নিয়ে বিশ্বকাপে একাধিক রেকর্ডের মালিক হলেন শামি
এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই। এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ২৩টি উইকেট নিয়েছেন। বুধবারের ম্যাচের পর প্রতিযোগিতায় তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। শামি পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পাকে। সাত উইকেট পেয়ে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তারকা পেসার বললেন, “সেভাবে সীমিত ওভারে খেলিনি, সুযোগের অপেক্ষা করছিলাম। তবে আজ অনেক বেশি রান উঠেছিল। তার মধ্যেও ভালো পারফর্ম করতে পেরে অভিভূত।”