নজরবন্দি ব্যুরোঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করা নিয়ে তরজা তুঙ্গে। এবার তরজা শুরু হল তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে। এক দল যখন ‘‘পুজো করে দেখিয়ে দেব’’ বলে চ্যালেঞ্জ নিয়েছে। অপর পক্ষ তখন বলছে “জিদ অশোভন”। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করতে চাইছে ওই বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি-র সংগঠন।
আরও পড়ুনঃ নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা ৭০ বছরেও হয়নি! কিন্তু কেন
বিশ্ববিদ্যালয় চত্বরে পুজো করতে চেয়ে কর্তৃপক্ষের কাছে অনুমতি প্রার্থনা করে চিঠি লিখেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু পুজো করার অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফে। যুক্তি হিসেবে জানানো হয়েছে, প্রেসিডেন্সি ডিরোজিয়ান পন্থায় বিশ্বাসী, ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠান।
তাই সেখানে কোনও পুজোর অনুমতি দেওয়া সম্ভব নয়। তা নিয়েই ক্ষুব্ধ প্রেসিডেন্সির টিএমসিপি রবিবার একটি পোস্ট করে তাদের ফেসবুক পেজে। ছাত্রছাত্রীদের একটা বড় অংশের মত ছিল, অনুমতি না পেলে গেটের কাছেই পুজো করবেন তাঁরা। এই নিয়ে এবার টিএমসিপির তরফে সিদ্ধান্ত নেওয়া হল যে বিষয়টির নিষ্পত্তি করতে জনমত নেওয়া হোক।
প্রেসিডেন্সিতে সরস্বতী বিতর্ক, পুজো করতে এবার ভোটাভুটির পথে তৃণমূল ছাত্র পরিষদ
রবিবার রাতে টুইট করে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রেসিডেন্সির তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট প্রেসিডেন্ট অরিত্র মণ্ডল। ছাত্রছাত্রীদের অধিকাংশের মতামত নিয়ে তবেই সরস্বতী পুজোর সিদ্ধান্ত নেবে টিএমসিপি। এমনই পরিকল্পনা তাঁদের।