শহরে আসছেন ভাইজান, তার আগেই কোলকাতাবাসীকে বার্তা দিলেন সলমন
Salman Khan is coming to Kolkata

নজরবন্দি ব্যুরো: ব্যর্থতার অন্ধকারে ডুবে রয়েছে ইস্টবেঙ্গল। আই লিগের স্বাদ কোনও দিনও পাওয়া হয়নি। তিন বছর আগে আইএসএলে উত্তরণ ঘটেছে, কিন্তু যা পারফর্ম্যান্স দেখিয়েছে লাল-হলুদ শিবির তাতে লজ্জায় মাথা কাটা গিয়েছে সমর্থকদেরই। তবে এই হতাশার মধ্যে কিছুটা হলেও আনন্দের খবর আছে।

আরও পড়ুন: ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন, অভিযুক্তের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বাই পুলিশের

Salman Khan: শহরে আসছেন ভাইজান, তার আগেই কোলকাতাবাসীকে বার্তা দিলেন সলমন

না, ফুটবলীয় নয়, কারণটা নিছকই বিনোদনমূলক। ইস্টবেঙ্গল ক্লাবে পারফর্ম করতে আসছেন সুপারস্টার সলমন খান। আগামী ১৩ মে মঞ্চ কাঁপাতে আসছেন বলিউডের ‘ভাইজান’। আর সেই অনুষ্ঠানে জন্য ক্লাবে সাজো সজো রব। আর সেই অনুষ্ঠান নিয়ে বলিউড স্টার তাঁর ইনস্টাগ্রামে নিজেই অনুষ্ঠানটি নিশ্চিত করেছেন।

Salman Khan: শহরে আসছেন ভাইজান, তার আগেই কোলকাতাবাসীকে বার্তা দিলেন সলমন
শহরে আসছেন ভাইজান, তার আগেই কোলকাতাবাসীকে বার্তা দিলেন সলমন

জানিয়েছেন, নির্দিষ্ট দিনেই তিনি কলকাতায় আসছেন। শহরের মানুষের সঙ্গে একটি সন্ধে আনন্দে কাটাবেন। ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। কলকাতাবাসীদের তিনি প্রস্তুত হতেও বলেছেন। তিনি আরও জানিয়েছেন, কলকাতা পুলিশ তাঁকে এবং তাঁর দলকে প্রয়োজনের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে।

শহরে আসছেন ভাইজান, তার আগেই কোলকাতাবাসীকে বার্তা দিলেন সলমন

Salman Khan: শহরে আসছেন ভাইজান, তার আগেই কোলকাতাবাসীকে বার্তা দিলেন সলমন

তাই তিনি আর তারিখ পিছোননি। জানা গিয়েছে, ১২ মে কলকাতায় পা দেবেন বলিউড তারকা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আলাদা করে সময় বের করেছেন তিনি। তবে কেন এই সাক্ষাতের উদ্যোগ সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।