নজরবন্দি ব্যুরোঃ আজকাল ওটিটি প্ল্যাটফর্মের লাগামছাড়া নগ্নতা, যৌনতা ইত্যাদি বেড়েই চলেছে। আজ কাল প্রায় ওটিটি প্লাটফর্মে অশ্লীল শব্দ এবং দৃশ্য দেখা যায়। যা সমাজের পক্ষে হয়তো খুব একটা উপকারী নয়, কারণ অনেক বাচ্ছারাও আজকাল ফোন ব্যাবহার করে। এর আগে বিভিন্ন ওটিটি প্লাটফর্মে উত্তাল সেক্স! নিয়ে কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন অনুরাগ ঠাকুর। এবার তা নিয়ে মুখ খুললেন ভাইজান।
আরও পড়ুনঃ বাড়ছে কম বয়সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, কোন কোন অভ্যাসে বদল আনা দরকার জানালেন চিকিৎসক
অনুরাগ জানিয়েছিলেন ‘এই ধরনের ওটিটি প্ল্যাটফর্ম সৃজনশীলতার স্বাধীনতার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য নয়। তাই ওটিটিতে আপত্তিকর বিষয়বস্তুর বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন সরকার। এই বিষয়ে কোনও পরিবর্তনের প্রয়োজন হলে সরকার বিবেচনা করে দেখবে। সব কিছুর একটা সীমা রয়েছে, তা অতিক্রম করা উচিত নয়। শিল্পের নামে গালিগালাজ, অভদ্রতা কিছুতেই মেনে নেওয়া যায় না।’’

ওটিটি প্লাটফর্মে এই নিয়ে যদি কোন FIR ওঠে তাহলে প্রাথমিক ভাবে সেই ওয়েব সিরিজের পরিচালকই দায়ী থাকবে। এবং অনেক ক্ষেত্রে অনিনেতা এবং অভিনেত্রী রাও দায়ী থাকবে একথা সাফ জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।
ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এবার মুখ খুললেন ভাইজান, তীব্র বিরধিতা ভাইজানের
এবার বুধবার মায়ানগরির এক পুরস্কার বিতরন অনুষ্ঠানে সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ভাইজান। সেই বৈঠকে তাঁকে ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন যে ওটিটি প্ল্যাটফর্মের অন্তঃরঙ্গ দৃশ্য, যৌনতা ও নগ্নতা । বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, এগুলোর তীব্র বিরধিতা করেন ভাইজান। তিনি এও বলেন যুব সমাজ নিয়ে সে চিন্তিত কারণ আজকাল প্রায় সবার হাতে ফোন। তিনি আরও বলেন যৌনতার দিকে জোর না দিয়ে গল্পের দিকে জোর দেওয়া উচিত।