প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ইডির দফতর থেকে বেরিয়ে এলেন রুজিরা
rujira banerjee leaves ed office

নজরবন্দি ব্যুরো: প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ! ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ কলকাতায় ইডির দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তারপর টানা চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। তবে এদিন সংবাদ মাধম্যের সামনে মুখ খোলেননি রুজিরা!

আরও পড়ুন: আগামী ১ মাসের মধ্যে Panchayat Election! শীঘ্রই বিজ্ঞপ্তি জারি কমিশনের

সূত্রের খবর, এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স। ইডির দফতরের বাইরে ব্যারিকেড দিয়ে মোতায়েন ছিলেন বিধাননগর থানার পুলিশ। তাছাড়াও রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে দুই ইডির আধিকারিক সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার ও অন্যজন তাঁর সঙ্গে এসেছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও।

প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন অভিষেক পত্নী
প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন অভিষেক পত্নী

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় অভিষেক স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে যায় সিবিআই। ঠিক তার পরের দিন, ২২ ফেব্রুয়ারি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তারপরে ২২ জুন কয়লাপাচার মামলায় অভিষেকপত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে ফের হাজির হয় সিবিআই। এরপর কয়লাপাচার মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডাকা হয় অভিষেকের স্ত্রীকে। তাছাড়াও কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। সেই মামলায় রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।

প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন অভিষেক পত্নী

কিন্তু সেই মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু তদন্তকারী আধিকারিকদের জানিয়েই তারা বিদেশ যেতে পারবেন। কিন্তু গত সোমবার (৫ জুন) সকালে নিজের দুই সন্তানকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে দুবাই যাচ্ছিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দমদম বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়। রুজিরার বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ উঠে বিমানবন্দরের অভিবাসন দফতরের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ রুজিরা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবেন না রুজিরা, এমনটাই তাঁকে জানানো হয়। এরপরেই বেলা বাড়তেই অভিষেক-পত্নীকে তলব করে ইডি

প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন অভিষেক পত্নী

প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষ, ইডির দফতর থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলেন অভিষেক পত্নী

বিস্তারিত আসছে…