নজরবন্দি ব্যুরো: সদ্য প্রকাশ্যে এসেছে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি । আর জার্সি মানেই একটা আলাদা আবেগ থাকে। এ বারের নতুন জার্সি কেনার জন্য ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন অনেকে। টেস্ট, ওডিআই ও টি-২০ এই তিন ফর্ম্যাটে ৩ নতুন জার্সি পরে খেলবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এ বার প্রকাশ্যে এল নতুন জার্সিতে বিরাট-রোহিতদের ফার্স্ট লুক।
আরও পড়ুন: শুরু হচ্ছে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ, আয়োজক সুইডেন
সঙ্গে ভক্তদের মনে জেগে উঠেছে প্রশ্ন, কোথায় ও কত দামে এই জার্সি পাওয়া যাবে? ভারতের নতুন জার্সি ভক্তদের মধ্যে আলোড়ন ফেলেছে। টিম ইন্ডিয়ার নতুন জার্সি কেনার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।
অ্যাডিডাসের পক্ষ থেকে টিম ইন্ডিয়ার জন্য ক্রিকেটের তিন ফর্ম্যাটের তিন রকমের জার্সি বানানো হয়েছে। শুধু তাই নয়, ‘এক খেলা, এক জার্সি’-র ছাপ দেখা গিয়েছে ভারতের নতুন জার্সিতে। আসলে বিরাট কোহলি, স্মৃতি মান্ধানারা এ বার একই জার্সি পরে খেলবেন।
নতুন জার্সিতে ভারতীয় পুরুষ দলের ক্রিকেটারদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে বিরাট কোহলি-রোহিত শর্মাদের নতুন জার্সি পরা ছবি ভাইরাল। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেটারদেরও নতুন জার্সিতে দেখা গিয়েছে।

বিরাট-রোহিতদের জন্য যেমন টি-২০ ক্রিকেটের জার্সি বানানো হয়েছে ঠিক তেমন পরেই খেলবেন স্মৃতি মান্ধানারাও। নেটিজ়েনরা বলছেন, ভারতের নতুন জার্সিতে দারুণ দেখতে লাগছে বিরাট কোহলিদের।
নতুন জার্সিতে রোহিতদের ফার্স্ট লুক প্রকাশ্যে, কোথায় পাওয়া যাবে এই জার্সি?
শুধু তাই নয়, ৪৯৯৯ টাকার নতুন জার্সির পাশাপাশি ওডিআই জার্সির রেপ্লিকাও তৈরি করছে অ্যাডিডাস। যার দাম রাখা হয়েছে ২৯৯৯ টাকা। আর বিশেষ ফ্যান জার্সির দাম করা হয়েছে ৯৯৯ টাকা। ভারতের সমর্থকরা টিম ইন্ডিয়ার নতুন জার্সি কিনতে পারবে অ্যাডিডাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।