নজরবন্দি ব্যুরো: আই পি এল কে জাতীয় দলে ঢোকার প্রবেশদ্বার বলা হয়। এই টুর্নামেন্টে ভাল খেলে অনেকেই ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। এই বছর আই পি এল এ দুর্দান্ত খেলেছেন বেশ কিছু ভারতীয় তরুণ প্রতিভা। আর এদের মধ্যে অন্যতম রিঙ্কু সিং ও যশস্বী জসওয়াল।
আরও পড়ুন: লাস্ট বয় দিল্লিই এখন বাকিদের ভরসা, আজ জিততেই হবে পাঞ্জাবকে
খুব সম্প্রতি ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এই দুই ক্রিকেটারের হয়ে ব্যাট ধরেছিলেন। তিনি বলেছিলেন, ‘টিম ইন্ডিয়া যদি ওডিআই বিশ্বকাপে ফোকাস করে, তবে নির্বাচকদের উচিত যশস্বী এবং রিঙ্কুর মতো তরুণদের সর্বাধিক সুযোগ দেওয়ার দিকে মনোনিবেশ করা। এই খেলোয়াড়দের দ্রুত-ট্র্যাক করা উচিত। কারণ তাঁদের ভবিষ্যতের জন্য তাড়াতাড়ি প্রস্তুত করা যেতে পারে।’
আর এবার এই দুই ব্যাটারের হয়ে মুখ খুললেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। যশস্বী ও রিঙ্কুর ব্যাটিং পজিশনের পার্থক্য রয়েছে। যশস্বী ওপেন করেন। আর রিঙ্কু ফিনিশার হিসেবে পরিচিত। আর এই দুই জন তার প্রমাণ রেখেছেন এই টুর্নামেন্টে। আর সেটা দেখেই হরভজন বলছেন,
”আমি বিশ্বাস রাখি কেউ ভাল খেললে বা ভাল পারফর্ম করলে তাকে সিস্টেমের অংশ করা উচিত। প্রথম একাদশে তাদের জায়গা দিতে হবে, এ কথা আমি বলছি না। তবে তাদের দলের অংশ হিসেবে রাখলে অনেক কিছু শিখতে পারবে। ভবিষ্যতেও উন্নতি করতে পারবে।”
রিঙ্কু ও যশস্বীকে জাতীয় দলে এক্ষুনি নেওয়া হোক, মত হরভজন সিং এর

তিনি আরও বলেন, ”আমার মনে হয়, রিঙ্কু ও যশস্বীকে জাতীয় দলে নেওয়ার এটাই আদর্শ সময়। ২০ বা ৩০ সদস্যের দলের অংশ করা হোক ওদের। ওরা এই লেভেলে ভাল খেলছে। ফল ওদের সুযোগ দেওয়া হোক। এখন না হলে অনেক দেরি হয়ে যাবে।”