নজরবন্দি ব্যুরোঃ Redmi Note 12 Pro Plus ভারতে খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আসলে কোম্পানির Redmi Note 12 5G সিরিজ়ের, যা ইতিমধ্যেই চিনে হাজির হয়েছে। এই সিরিজ়ে রয়েছে মোট তিনটি ফোন— Redmi Note 12, Redmi Note 12 Pro এবং Redmi Note 12 Pro Plus।
আরও পড়ুনঃ রাজ্যে ধরা পড়ল করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ৭, নদিয়ায় এক পরিবারের ৩ জনের
এই তিন মডেলের মধ্যে মনে করা হচ্ছে, Xiaomi কেবলই Redmi Note 12 Pro Plus লঞ্চ করবে। টুইট বার্তায় রেডমি জানিয়েছে নতুন Redmi Note 12 Pro 5G ফোনে থাকবে Super OIS ক্যামেরা। Redmi Note 12 Pro+ 5G – তে থাকছে 120 Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সঙ্গে রয়েছে Dolby Atmos ও Dolby Vision সাপোর্ট।
কোম্পানির দামি মাত্র 15 মিনিটের চার্জে সারাদিন ব্যবহার করা যাবে Redmi Note 12 সিরিজের ফোনগুলি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে Redmi Note 12 Pro+ 5G ফোনের সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। 24,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হতে পারে। বেস ভেরিয়েন্টে থাকতে পারে 6 GB RAM + 128 GB স্টোরেজ। অন্যদিকে 8 GB RAM + 256 GB স্টোরেজে এই ফোনের দাম হতে পারে 26,999 টাকা। এছাড়াও 12 GB RAM + 256 GB স্টোরেজে Redmi Note 12 Pro+ 5G কিনতে 28,999 টাকা খরচ হতে পারে।

বেশ বড় এবং শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের রিটেল বক্সের সঙ্গে দেওয়া হচ্ছে একটি 120W ফাস্ট চার্জার। রেডমি-র তরফে দাবি করা হচ্ছে, মাত্র 19 মিনিটের মধ্যেই ফোনটি 0-100% পর্যন্ত চার্জ করতে পারে। Redmi Note 12 Pro+ ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল তার ক্যামেরা ডিপার্টমেন্ট। ভারতের প্রথম কোনও স্মার্টফোন, যাতে 200MP Samsung HPX সেন্সর দেওয়া হয়েছে।
200MP ক্যামেরা সহ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ভারতের বাজারে আসছে Redmi Note 12 Pro
এই সেন্সর f/1.65 অ্যাপার্চার, 7P লেন্স, ALD কোটিং এবং OIS সাপোরপ্ট করে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে আর দুটি সেন্সরের একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং অপরটি 2MP ম্যাক্রো ইউনিট। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে।