নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থঘনিষ্ঠ প্রসন্নর, 'সুপ্রিম' প্রশ্নের মুখে CBI

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় জামিন। সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রসন্ন রায়। যাকে এই মামলায় ‘মিডলম্যান’ হিসেবেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। জামিনের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুক্রবার এই মামলার শুনানি ছিল। এদিকে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে।

আরও পড়ুন: ওই সংস্থাগুলির মাধ্যমের কালো টাকা সাদা করা হত, জেরার স্বীকার বালুর মেয়ের

সূত্রে খবর, গ্রুপ সি ও গ্রুপ ডি- এই দুই মামলাতেই জামিন পেয়েছেন প্রসন্ন রায়। তবে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট করা হয়েছে তদন্ত যেমন চলছে তেমনই চলবে। এদিন প্রসন্ন রায়ের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহতগি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়া তৃতীয় ব্যক্তি প্রসন্ন রায়। এর আগে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ওএমআর শিট পরীক্ষার দায়িত্বে থাকা সংস্থা নাইসার কর্তা নীলাদ্রি দাস জামিন পেয়েছেন। শুক্রবার নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টেরভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। ‘মিডলম্যান’ গ্রেফতার হওয়ার পর এক বছর কেটে গেলেও এখনও কেন ‘আসল মাথা’ খুঁজে বের করতে পারল না তদন্তকারীরা সেই নিয়ে প্রশ্ন করা হয়। সিবিআই এর উত্তরে জানায়, ‘নিয়োগ দুর্নীতির আকার বিশাল। তাই তদন্তে সময় লাগছে।’

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থঘনিষ্ঠ প্রসন্নর, 'সুপ্রিম' প্রশ্নের মুখে CBI

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছিল, প্রসন্ন রায়ের মাধ্যমে দুর্নীতির টাকা লেনদেন হয়েছিল। অভিযোগ ছিল, প্রসন্ন অন্যের হয়ে টাকা তুলতেন। এই দুর্নীতির মহাসমুদ্রে তাঁর ভূমিকা ছিল মিডলম্যানের। প্রসন্নর বিরুদ্ধে অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাঁর অফিস থেকেও নিয়োগ সংক্রান্ত কিছু নথি পাওয়া গিয়েছিল বলেই দাবি করেছিল সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থঘনিষ্ঠ প্রসন্নর, 'সুপ্রিম' প্রশ্নের মুখে CBI

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গত আগস্ট মাসে নিউটাউনের বাড়ি থেকে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্ন রায়কে। তাঁর গ্রেফতারির পর সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ হয় সিবিআইয়ের। তদন্তকারীদের দাবি, প্রসন্ন রায় প্রথম জীবনে রং মিস্ত্রির কাজ করতেন। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের যোগে কপাল বদলায়। মাত্র ৭-৮ বছরেই দেশ বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন তিনি।

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থঘনিষ্ঠ প্রসন্নর, ‘সুপ্রিম’ প্রশ্নের মুখে CBI

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থঘনিষ্ঠ প্রসন্নর, 'সুপ্রিম' প্রশ্নের মুখে CBI
নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থঘনিষ্ঠ প্রসন্নর, ‘সুপ্রিম’ প্রশ্নের মুখে CBI