নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI-র তথ্যে প্রকাশ্যে দুর্নীতির নয়া চ্যাপ্টার

নজরবন্দি ব্যুরো: নবম দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তথ্য সামনে আসছে। এবার উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, নিয়োগপত্র ছাড়াই চাকরি পেয়েছেন অনেকে। এই কথা শুনেই কার্যত হতবাক বিচারপতি বিশ্বজিৎ বসু। গোয়েন্দা সংস্থার এই দাবির প্রেক্ষিতেই মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয়।

আরও পড়ুন: Anubrata Mandal-কে দেখতে তিহাড়ে ‘দিদির দূত’, কেষ্টর পাশে থাকার বার্তা দলের

সিবিআই আধিকারিকদের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের দফতর থেকে ৬৭ টি নিয়োগপত্র পাওয়া গিয়েছে। অর্থাৎ অনেকেই নিয়োগপত্র ছাড়াই চাকরি পেয়েছেন। এদিন আদালতে গোয়েন্দা সংস্থার পেশ করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের দফতরে ৬৭ টি অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়ে রয়েছে। একথা শুনে অবাক হন বিচারপতি। একথা শোনার পর বিচারপতি মনে করছেন নিয়োগ দুর্নীতির মামলায় নতুন রসদ জোগাতে পারে সিবিআইয়ের এই বিস্ময়কর তথ্য। হাইকোর্টে সিবিআইকে তাঁদের অবস্থান জানানোর কথা বলেছেন বিচারপতি।

নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI তদন্তে নতুন রসদ জোগাবে এই তথ্য!

সূত্রে খবর, আদালতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বলা হয়েছে, নিয়োগপত্র ছাড়া ৭-৮ জনের চাকরি হয়েছে নবম-দশমে। আদালতে প্রশ্ন করা হয়, এরকম আরও কতজনের হদিশ মিলতে পারে? এসএসসি-র তরফে আদালতে জানানো হয়েছে, ২০২০ সালে মধ্যশিক্ষা পর্ষদকে নবম-দশমে চাকরির জন্য ১৮৬ টি সুপারিশপত্র পাঠানো হয়। কিন্তু পর্ষদের দাবি এসএসসি ভুল তথ্য দিয়েছে। ১৮৬ টি নয় ১৭৫ টি সুপারিশপত্র পাঠানো হয়েছে পর্ষদে। এছাড়া পর্ষদের কাছে ৫২ টি সুপারিশপত্রের কোনও নথি নেই। ৬৭ জন নিয়োগপত্র সংগ্রহ করেনি, সেগুলিই পড়ে রয়েছে পর্ষদের অফিসে। এই মর্মেই পর্ষদের রিপোর্ট তলব করল সিবিআই।

নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI তদন্তে নতুন রসদ জোগাবে এই তথ্য!
নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI তদন্তে নতুন রসদ জোগাবে এই তথ্য!

এসএসসির নবম-দশম শ্রেণীর শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেআইনি নিয়োগের অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারারা। শীর্ষ আদালত হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে মুলতুবি রাখে। নিয়োগ দুর্নীতি মামলায় পেঁয়াজের খোসার মত একের পর এক তথ্য উঠে আসছে যা রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে।

নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI তদন্তে নতুন রসদ জোগাবে এই তথ্য!

নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI তদন্তে নতুন রসদ জোগাবে এই তথ্য!
নিয়োগপত্র ছাড়াই নবম-দশমে চাকরি, CBI তদন্তে নতুন রসদ জোগাবে এই তথ্য!