Celebrity secret: ৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, কেন এতদিন মুখ খোলেননি অভিনেত্রী রতি!

৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, কেন এতদিন মুখ খোলেননি অভিনেত্রী রতি!
rati agnihotri's 30 yrs of abusive marriage

নজরবন্দি ব্যুরোঃ আশির দশকে যে সমস্ত বলিউড অভিনেত্রিরা ছিল তাঁদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রতি অগ্নিহোত্রী। তবে তিনি শুধুমাত্র বলিউডে নয় তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম সমস্ত ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এবার ৩০ বছর আগের ঘটনা সামনে এনে খবরের শিরোনামে উঠে এলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ স্বপ্ন হল সত্যি, শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হল ক্যান্সার আক্রান্ত শিবানীর

১৯৭৯ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। তখন তার বয়েস ছিল মাত্র ১৬ বছর। সেই সময় তিনি প্রথম কাজ করেছিলেন একটি তামিল ছবিতে। তার সিনেমাগুলি বক্স অফিসে দারুন হিট হত। তার ঝুলিতে রয়েছে একের পর এক হিট সিনেমা।

Celebrity secret: ৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, কেন এতদিন মুখ খোলেননি অভিনেত্রী রতি!

‘এক দুজে কে লিয়ে’ সিনেমাতে অভিনয় করার পর তিনি বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন। এর পর থেকে তাঁকে কখনও মুখ ফিরে তাকাতে হয়নি। কমল হাসনের বিপরীতে অভিনয় করার সুযোগও পান তিনি। তবে তার পেশাগত জীবনে তিনি এতটা সফল হলেও তার ব্যাক্তিগত জীবন এতটাও মধুময় ছিল না।

Celebrity secret: ৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, কেন এতদিন মুখ খোলেননি অভিনেত্রী রতি!

 

১৯৮৫ সালে শিল্পপতি অনিল ভিরওয়ানির সঙ্গে তার বিবাহ হয়। তার এক বছর পরেই তাঁদের পুত্র সন্তান তনুজ ভিরওয়ানির জন্ম হয়। কিন্তু বিয়ের প্রথম থেকেই নাকি তাঁদের সংসারে সুখ ছিল না। তাঁদের এই ত্রিশ বছরের সাংসারিক জীবনে রোজই নাকি তার গায়ে হাত তুলতেন তার স্বামী। সারা জীবন মুখ বন্ধ করে সহ্য করেছিলেন সবটা তিনি।

৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, মুখ খোলেন নি কখনও 

Celebrity secret: ৩০ বছর ধরে সহ্য করেছেন অকথ্য অত্যাচার, কেন এতদিন মুখ খোলেননি অভিনেত্রী রতি!

তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ‘‘আমাকে রোজ ক্যামেরার সামনে যেতে হত। মনে শান্তি না থাকলেও হাসিমুখে থাকতে হত সব সময়। দেখাতে হত, স্বামী-পুত্র-সংসার নিয়ে সুখে রয়েছি আমি। মাঝেমধ্যে কাঁদতে ইচ্ছে করত খুব। কিন্তু পারতাম না।’’