নজরবন্দি ব্যুরোঃ শুধুমাত্র তৃণমূলের আমলে নয়, বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন চাকরি প্রার্থীদের। দীর্ঘ ১৩ বছর ধরে নিয়োগের দাবিতে আন্দোলন জারি রেখেছেন চাকরি প্রার্থীরা। রবিবার থেকে শুরু হয়েছে অনশন কর্মসূচি। এরই মধ্যে মঙ্গলবার অনশন চলাকালীন অসুস্থ হয়ে পরলেন এক চাকরি প্রার্থী। যা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ Calcutta High Court: শিক্ষক নিয়োগে চুড়ান্ত দুর্নীতি, চাকরি হারাতে পারেন ৩০ হাজার!

চাকরি প্রার্থীদের অপভিযোগ ২০০৯ সাল থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন তাঁরা। এর মধ্যে ২০১২ এবং ২০১৪ সালে ইন্টারভিউ হয়েছিল। কিন্তু তাতেও সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক বার্তা মেলেনি। চলতি বছরের ১০ নভেম্বর আদালতের তরফে নির্দেশ ছিল দুই সপ্তাহের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। কিন্তু আদালতের সেই নির্দেশকে অমান্য করা হয়েছে।

বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন, চুড়ান্ত অসহযোগীতার অভিযোগ 
বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন, চুড়ান্ত অসহযোগীতার অভিযোগ

অভিযোগ, আদালতের নির্দেশ মানা হয়নি। ৪০ দিন পেরিয়ে গেছে। সেকারণেই আমরণ অনশনে শামিল হয়েছেন চাকরি প্রার্থীরা। নিয়োগ না হওয়া অবধি অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চাকরি প্রার্থীদের। অভিযোগ, দীর্ঘ সময় ধরে আন্দোলনের কারণে অসুস্থ হয়ে পড়েন এক চাকরি প্রার্থী। কিন্তু তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দেখ গেল না অ্যাম্বুলেন্স।

অনশনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০০৯ সালে সমস্ত জেলায় প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগণা জেলায় হয়নি। দীর্ঘ ৯ বছর ধরে আন্দোলন করছেন তাঁরা। এরই মধ্যে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন চাকরি প্রার্থীরা। শাসক দলের প্রতিনিধির তরফে আশ্বাস পেয়েছিলেন চাকরি প্রার্থীরা। কিন্তু জটিলতা কাটেনি।

বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন, চুড়ান্ত অসহযোগীতার অভিযোগ 

বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন, চুড়ান্ত অসহযোগীতার অভিযোগ 
বাম আমলের নিয়োগ নিয়ে প্রশ্ন, চুড়ান্ত অসহযোগীতার অভিযোগ

গত মাসেই সময় ডিপিএসসির কর্ণধার একটি নিয়োগ তালিকা প্রকাশ করেছিলেন। ১৫ই নভেম্বর তালিকা টাঙানো হয়েছিল। ২৪ নভেম্বর সেই তালিকাটি প্রার্থীদের হাতে তুলে দেওয়ার কথা। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এখন অনশনে বসেন চাকরি প্রার্থীরা।