রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার

রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার
Priyanka should be made the face of the Prime Minister

নজরবান্দি ব্যুরো: অনেক দিন থেকেই প্রিয়াঙ্কা গান্ধিকে প্রধানমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ করার দাবি উঠেছে। আর এবার কর্ণাটক নির্বাচন জিতে সেই দাবি আরও জোরাল হল। কারণ লোকসভা নির্বাচনের কাউন্ট ডাউন কার্যতই শুরু হয়ে গিয়েছে। সব দল তাদের প্রস্তুতি শুরু কর দিয়েছে।

আরও পড়ুন: এগরা বিস্ফোরণে মৃত্যুর পিছনে কেন্দ্রের বঞ্চনা! বলছে তৃণমূল

আর প্রিয়াঙ্কাকে প্রধানমন্ত্রীর মুখ কড়া নিয়ে মুখ খুললেন দলের প্রবীণ নেতা আচার্য প্রমোদ কৃষ্ণণ। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রমোদকে বলতে শোনা যায়, ”যদি সত্য়িই বিরোধীরা প্রধানমন্ত্রী মোদিকে ২০২৪ সালে হারিয়ে দিতে চায়, তবে এমন কোনও বড় মুখ চাই যিনি জনপ্রিয় এবং সর্বজনগ্রাহ্য।

রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার

আমার মনে হয় প্রিয়াঙ্কা গান্ধীর মতো জনপ্রিয় নেত্রী কেউ নেই। দাবি জানাচ্ছি, বিরোধী দলগুলি প্রিয়াঙ্কাকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক।” তবে কং নেতার এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘাস ফুলের পক্ষথেকে নেতা সৌগত রায় বলেন, ‘ কং নেতার এই বক্তব্য দায়িত্বজ্ঞানহীনের মতো’।

রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার

কর্ণাটক নির্বাচনের জয় রাহুল গান্ধীর ভারত জোর যাত্রার ফল বলে মনে করছেন অনেক নেতা। অপর দিকে আবার অঙ্কে কং নেতা মনে করছেন এই জয়ের পিছনে আছে প্রিয়াঙ্কার হাত। কারণ গত লোকসভা ভোটের পর উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কা কে।

রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার

রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার

আর এর ফলে একের পর এক রাজ্যে প্রচার চালিয়েছেন প্রিয়াঙ্কা আর তারই ফল পেয়েছে দল। আর সেই কারনেই দলের অনেকেই প্রধানমন্ত্রী হিসেবে রাহুলের চেয়ে প্রিয়াঙ্কাকেই এগিয়ে রাখছেন দলের অনেক নেতাই।