নজরবন্দি ব্যুরো: টেট উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধেই কামড়ে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক মহিলা চাকরিপ্রার্থী ৷ এবার এই বিষয়ে নড়েচড়ে বসল লালবাজার (Lalbazar)। লালবাজার সূত্রের খবর, সোমবারই অভিযুক্ত মহিলা পুলিশ কর্মী ইভা থাপাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
আরও পড়ুন: রাষ্ট্রপতির বিরুদ্ধে মন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড়, শেষমেশ চাইলেন ক্ষমা
উল্লেখ্য এই কামড় কাণ্ডের তদন্ত করবেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সাউথ (২) বুদ্ধদেব মুখোপাধ্যায়। তিনি খুঁজে বার করবেন কেন ওই মহিলা পুলিশকর্মী এমন ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখবেন তিনি। কথা বলবেন অভিযুক্ত মহিলা পুলিশ কর্মীর সঙ্গেও। তারপর সেই ভিত্তিতে রিপোর্ট জমা দেবেন তিনি। তাঁর রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেবে লালবাজার।
তবে লালবাজার সূত্রে আরও খবর, ওইদিনই ডেকে পাঠানো হতে পারে আহত মহিলা আন্দোলনকারী অরুণিমা পালকেও (Arunima Pal)। এখন প্রশ্ন উঠছে, দু’জনকে মুখোমুখি বসিয়েই কি জিজ্ঞাসাবাদ করবেন ডেপুটি কমিশনার? সূত্রের খবর, সেই সম্ভাবনা কম। আগে ইভার থেকে বুধবারের ঘটনা সম্পর্কে জানবেন তিনি। তারপরই ডেকে পাঠানো হবে অরুণিমাকে।

টেট আন্দোলনকারীকে পুলিশের কামড়ে দেওয়ার ঘটনা ঘিরে এখনও সরগরম রাজ্য। চাপের মুখে পড়ে ঘটনার ৪৮ ঘণ্টা পর বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগের দাবিতে ২০১৪ সালের টেট প্রার্থীদের আন্দোলনের বিক্ষোভ ঘিরে গত বুধবার উত্তাল পরিস্থিতি তৈরি হয় কলকাতার এক্সাইড মোড়, ক্যামাক স্ট্রিট চত্বরে।
কামড় কাণ্ডে তলব অভিযুক্ত মহিলা পুলিশকে, হতে পারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
সেই সময় টেট আন্দোলনকারী অরুণিমা পাল নামে এক মহিলাকে কয়েকজন পুলিশ ধরে রয়েছেন, তারই ফাঁকে এক মহিলা কনস্টেবল তেড়ে গিয়ে কামড়ে দেন অরুণিমার হাতে। বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে কনস্টেবলের কামড়ে দেওয়ার সেই ছবি। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। তাই এই বিতর্ক সামাল দিতে শেষমেশ শুক্রবারই এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ লালবাজার থেকে দেওয়া হয়েছে।