নজরবন্দি ব্যুরোঃ সকলের প্রিয় শাহরুখ খানের পাঠান ছবিটি ২১ জানুয়ারী মুক্তি পেয়েছিল সিনেমা হলে। প্রায় ৫০ দিন ধরে বক্স অফিসে রাজত্য করার পর পাঠান এবার মুক্তি পেতে চলেছে ওটিটি তেও। সম্প্রতি প্রাইম ভিডিও তাদের সামাজিক মাধ্যমে সেই সংবাদ শেয়ার করেছেন।
আরও পড়ুনঃ শ্বেতাকে ২৫ লাখের গাড়ি উপহার অয়নের, আর কী দিয়েছিলো বান্ধবীকে? খুঁজছে ED
শাহরুখের পাঠান সিনেমাটিতে শাহরুখের হট লুক ৮ থেকে ৮০ সবাই ক্রাশ খেয়েছিল, এই ৫৭ বয়সেও জে কারোর এই রকমের ফিজিক হতে পারে তা অবিশ্বাস্য, এ শাহরুখ বলেই সম্ভব। দীপিকাকে ও এখানে লাস্যময়ী বিকিনিতে দেখা গেছে। জিরো মুভির পর প্রায় ৪ বছর পর কিং খানের এই কামব্যাক যে কতটা রোমাঞ্চকরছিল তা হলে সিটির কানফাটা আওয়াজই উদাহরন।

সব মিলিয়ে সিদ্ধার্থ আনন্দের পাঠান বক্সঅফিসে প্রায় ১০০০ হাজার কোটি টাকা কামিয়েছে। এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি দিপিকা, সালমান খান, জন আব্রাহান কেও দেখা যাবে।
শাহরুখ ভক্তদের জন্য এবার সুখবর, হিন্দি ছাড়াও আরও দুটি ভাষায় পাঠান
আগামীকাল বুধবার এই সিনেমা প্রাইম ভিডিও তে দেখতে পারবেন দর্শকরা। তবে শুধুমাত্র হিন্দি তেই সীমাবদ্ধ নয়, তেলেগু, তামিল এবং আরও অনেক ভাষায় এই সিনেমাটি দেখা যাবে। সুতরাং যারা টিকিট না পেয়ে, অথবা সময়ের অভাবে বা অন্য কোন কারণে সিনেমাটি দেখতে পারেনি তাদের জন্য এই সুযোগটি কয়লার খনিতে সোনা পাওার সমান।