নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিছুদিন আগেই একটা নতুন নাম উঠে এসেছিল শ্বেতা। শ্বেতা অভিযুক্ত অয়ন শীলের ঘনিষ্ঠ বান্ধবী এমনটাই ইডি সুত্রে খবর মিলেছে। গতকালই এই ব্যাপারে উঠে এসেছে এক নতুন তথ্য অয়ন তাঁর বান্ধবীকে একটি ২৫ লক্ষ দামের গাড়ি উপহার দিয়েছিলেন।
আরও পড়ুনঃ এবার বলিউডে পদার্পণ জিতের, আসছে নতুন মুভি চেঙ্গিজ
কাল ইডি কামারহাটিতে শ্বেতার ফ্লাটের খোঁজ পান। শ্বেতার বাড়ি নৈহাটির ১৮ নম্বর ওয়ার্ডের বিজয়নগর পাড়ায়। সেখানে গিয়ে ইডি শ্বেতার বাবার সাথে কথা বলে, তাঁর বাবা জানায় তাঁর মেয়ে কোন দুর্নীতির সাথে নাকি জড়িত নয়, গাড়ি কেনার জন্য অয়ন মাত্র ৪-৫ লক্ষ টাকা দিয়েছিলো। এছাড়া তিনি আরও জানান তাঁর মেয়ে নাকি অয়নের কাজের বিভিন্ন প্রমোশনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। পরে অয়নের স্ত্রীর অনুরোধে তাঁর ব্যাবসায় যোগদান করেন এমনটাই দাবি শ্বেতার বাবার।

ইডি সুত্রেখবর শ্বেতা প্রথমে হুগলী জেলায় এস টি পি পদে বিভিন্ন চুক্তিভিত্তিক কাজ করতেন, সেখানেই অয়নদের আদি বাড়ি সেখানেই দুজনের আলাপ হয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠা দুজনের। এর পরেই শ্বেতা কামারহাটিতে ইঞ্জিনিয়ার পদে পৌরসভাতে চাকরি করতে আরম্ভ করে।
শ্বেতাকে ২৫ লাখের গাড়ি উপহার অয়নের, মিলল ফ্লাটেরও হদিশ
শ্বেতা এবং অয়নের একটি জয়েন্ট একাউণ্টের হদিশ পেয়েছে ইডি, এবং তাতে মোটা অঙ্কের লেনদেনের ও প্রমান পেয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকটি নতুন ফ্লাটের ও খবর ইডি পেয়েছে।