Partha Chaterjee: আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, সিবিআইকে লিফটের কথা মনে করালেন বিচারক

Partha Chaterjee: আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, সিবিআইকে লিফটের কথা মনে করালেন বিচারক
Partha along with seven other will remain in jail custody

নজরবন্দি ব্যুরোঃ ফেব্রুয়ারি মাসেও রেহাই মিলল না। ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। এদিন জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু পার্থ সহ ৭ জনের ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। যদিও এদিন ৫ জন জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন। আট মাস পরেও জেল হেফাজতে পার্থ।

আরও পড়ুনঃ LIC: আদানি গোষ্ঠীর পতনে কোন প্রভাব পড়বে না LIC-র, জানিয়ে দিল কর্তৃপক্ষ

এদিন আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারদের। খানিকটা ক্ষোভের সুরে বিচারককে বলতে শোনা যায়, যারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাঁদের দ্রুত খুঁজে বের করতে হবে। কেন তদন্ত করতে এত দেরি হচ্ছে? প্রশ্ন তোলেন বিচারক। বারবার নতুন তথ্য নিয়ে আসার কথা বলা হচ্ছে।

   আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, মিলল না রেহাই 
   আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, মিলল না রেহাই 

এরপরেই বিচারক বলেন, একটা লিফট উপরের তলায় নিয়ে যায় আমরা জানি। কিন্তু বিদ্যুৎ সংযোগই যদি না থাকে তবে গন্তব্যে পৌঁছবেন কী করে? এরপরেই সিবিআইয়ের আইনজীবী বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যেকবারই নতুন সূত্র পাওয়া যাচ্ছে। সেই সূত্রের বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের সম্পর্কও পাওয়া যাচ্ছে। এখন তদন্তও সঠিক পথে চলছে। তাই পার্থকে হেফাজতেই রাখা দরকার। তদন্তের ক্ষেত্রে আরও সময় লাগবে বলে জানান সিবিআইয়ের আইনজীবী।

   আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, মিলল না রেহাই 

   আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, মিলল না রেহাই 
   আট মাস পরেও জেল হেফাজতে পার্থ, মিলল না রেহাই 

এদিন ৭ জনেরই জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি। আগামী ১৬ তারিখ অবধি জেলে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য সহ সাত জনকে। তবে গোটা বিষয়টি নিয়ে আজও বিচারকের প্রশ্নের মুখে তদন্তকারী সংস্থা।