আদানি গোষ্ঠীর পতনে কোন প্রভাব পড়বে না LIC-র, জানিয়ে দিল কর্তৃপক্ষ
ILC will not be affected by Adani Group's collapse, authorities said

নজরবন্দি ব্যুরোঃ আদানি গোষ্ঠীর শেয়ারের পতনের বাজারে বড়সড় প্রভাব দেখা দিয়েছে। ঝুঁকির মুখে সরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে বৃহত্তম জীবন বীমা সংস্থা এলআইসি পর্যন্ত। হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট ঘিরে বাজারে শুরু হয়েছে আতঙ্ক। আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক পতন হয়েছে।

আরও পড়ুনঃ নিত্যযাত্রীদের জন্য এবার বন্দে ভারত মেট্রো, জানালেন রেল মন্ত্রী

আদানি গোষ্ঠীর পতনে কোন প্রভাব পড়বে না ILC-র, জানিয়ে দিল কর্তৃপক্ষ

আদানি গোষ্ঠীর কোম্পানিতে যেখানে এলআইসির বড় বিনিয়োগ রয়েছে। একই সঙ্গে অনেক সরকারি ব্যাংক এ গ্রুপকে বড় পরিসরে ঋণ দিয়েছে। সব মিলিয়ে হাজার হাজার কোটি টাকা গৌতম আদানির কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। আদানি গ্রুপের শেয়ারে পতন হতেই ক্ষতির মুখে এলআইসি, স্টেটব্যাঙ্ক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠান।

আদানি গোষ্ঠীর পতনে কোন প্রভাব পড়বে না ILC-র, জানিয়ে দিল কর্তৃপক্ষ

এই ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ জুড়ে ঠিক তখনই LIC গ্রাহকদের জন্য আশার কথা শোনাল এই জীবন বিমা সংস্থা। এলআইসির দাবি, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরের হিসাবে তাঁদের মোট সম্পত্তির মূল্য ৪১ লক্ষ ৬৬ হাজার কোটি টাকা। আর ২০২২ সালের ৩১ ডিসেম্বরের হিসাবে আদানি গোষ্ঠীর সবক’টি সংস্থা মিলিয়ে এলআইসির কেনা শেয়ারের মূল্য ৩৫ হাজার কোটি টাকার কিছু বেশি।

আদানি গোষ্ঠীর পতনে কোন প্রভাব পড়বে না LIC-র, জানিয়ে দিল কর্তৃপক্ষ

আদানি গোষ্ঠীর পতনে কোন প্রভাব পড়বে না ILC-র, জানিয়ে দিল কর্তৃপক্ষ

অর্থাৎ, সংস্থার মোট সম্পদের ১ শতাংশও নয়। ফলে তর্কের খাতিরে আদানি গোষ্ঠীর ভরাডুবির সম্ভাবনা মেনে নিলেও তাতে এলআইসির ‘বিপুল ক্ষতির’ কোনও সম্ভবনা নেই। এলআইসির ব্যবসা এবং লগ্নি সংক্রান্ত বিস্তারিত তথ্য আদানিদের হাতে রয়েছে বলে প্রকাশিত বিভিন্ন খবরকেও ‘অসত্য’ বলেছেন এলআইসি কর্তৃপক্ষ।