Parineeti Chopra: গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?

গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?
Parineeti is going to get married! When?

নজরবন্দি ব্যুরোঃ নতুন মানুষে মন মজেছে প্রিয়ঙ্কা চোপড়ার বোনের? প্রেম করছেন পরিণীতি চোপড়া? আপাতত এই জল্পনাতেই তোলপাড় বলিপাড়া থেকে শুরু করে অনুরাগীরা। বলিউডের মিষ্টি নায়িকা আম আদমি দলের এক নেতার সঙ্গে এক রেস্তোরাঁয় রাতের খাবারডি গিয়েছিলেন।

আরও পড়ুনঃ তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলার শিশু খুনে চাঞ্চল্যকর দাবি ধৃতের

আর সেখানেই পাপারাৎজিদের ফ্রেমবন্দি হন তিনি। ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল। তবে কি স্বরা ভাস্কর এবং ফাহাদ আহমেদের পথেই হাঁটছেন দুই বন্ধু? ইতিমধ্যে জল্পনা উস্কে দিয়ে পরিণীতিকে দেখা গেল পোশাকশিল্পী মণীশ মলহোত্রের বাড়িতে ঢুকতে। এতে আবার দুইয়ে দুইয়ে চার করে নিলেন অনুরাগীরা।

Parineeti Chopra: গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?
গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?

নির্ঘাত বিয়ের পোশাকেরই বরাত দিতে যাচ্ছেন। দিন কয়েক আগে দিল্লির সংসদ ভবনে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন লোকসভার কনিষ্ঠতম সদস্য রাঘবও। পরিণীতিকেই কি মন দিয়েছেন তিনি? সাংবাদিকদের প্রশ্নে তাঁর জবাব ছিল,

Parineeti Chopra: গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?

‘‘আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।’’ তবে শেষে রাঘব জুড়ে দেন, ‘‘আমরা বিয়ে করলে আপনাদের নিশ্চয়ই খবর দেব।’’ অপরদিকে সুত্রের খবর, এই জুটির ঘনিষ্ঠ সংবাদমাধ্যমে জানান, “এখনও কোনও রোকা অনুষ্ঠান হয়নি। তবে দুই পরিবার এ নিয়ে আলোচনা করছে। শীঘ্রই অনুষ্ঠান হবে।”

গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?

Parineeti Chopra: গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?
গাঁটছড়া বাঁধছেন পরিণীতি! কবে?

দু’জনের একসঙ্গে থাকা নিয়ে দু’জনের পরিবারই খুশি, কিন্তু দু’জনের ব্যস্ততার কথা ভেবে যে কোনও অনুষ্ঠানের দিন ঠিক করা কঠিন। আত্মীয়-স্বজনদের সঙ্গে ছোটখাটো আড্ডায় জমজমাট হবে এই অনুষ্ঠান।