নজরবন্দি ব্যুরোঃ কিছু ঘণ্টা আগেই স্বামী শরিফুলের রাজের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। যা দেখে বোঝা যাচ্ছিল তাদের দূরত্ব হয়তো অবশেষে মিটে গেছে। কিন্তু সেই রেষ কাটতে না কাটতেই পরীমণিকে ছেড়ে চলে গেলেন রাজ। সেই শোকে অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে ভর্তি হতে হল অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ প্রথম স্থান হারাল সূর্য-দীপা? জোর টক্কর দিল ফুলকি?
সম্প্রতি অভিনেত্রী তার সামাজিক মাধ্যম থেকে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী এবং তার ছেলে রাজ্যের হাত। দুজনের হাতেই স্যালাইনের ইনঞ্জেকশন। তাদের দুজনের নাকি একসঙ্গে ধুম জর হয়েছে। সেই কারনেই ভর্তি রয়েছেন হাসপাতালে।
তাদের এই অবস্থায় সকল অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। কিন্তু ছেলে এবং বৌয়ের এমন অবস্থাতে শরিফুল রাজ কোথায়? এই প্রশ্নই অনুরাগীদের মনে দানা বাঁধছে। কারন কিছু সময় আগেই শোনা যাচ্ছিল সমস্ত মান অভিমান ভুলে নাকি তারা দুজনে আবার একে অপরের কাছাকাছি এসেছেন।
কাছাকাছি এসেও ফের দূরে সরে গেলেন রাজ, অসুস্থ হয়ে পড়লেন পরীমণি
তবে তাদের দুজনের কাছাকাছী আসার খবর যে একেবারেই জল্পনা তা বাংলাদেশের এক প্রথম সারির প্রতিবেদন থেকে স্পষ্ট হল। সেই প্রতিবেদনে জানানো হয়েছে রাজ সেই দিন আবার নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন। সেই কাছে আসার বা আলিঙ্গনের ছবি শুধুমাত্র এক অনুষ্ঠান উপলক্ষে তোলা হয়েছিল। এবং পরীমণির ঘনিষ্ঠ মহল সুত্রে জানা গেছে ভবিষ্যতেও তাদের এক হওয়ার কোন সম্ভাবনা নেই।