নজরবন্দি ব্যুরোঃ সমস্ত চরম নাটকীয়তার পর কলকাতা বিমানবন্দর থেকে নিজাম প্যালেস পৌঁছলেন পরেশ অধিকারী। কিন্তু মেয়ে অঙ্কিতা কোথায়? অন্যপথে সিবিআই দফতরে উপস্থিত হবেন তিনি? প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ Breast Milk: শিশুদের খাদ্যে টান, নিজের ১১৮ লিটার স্তন্য বিক্রি করছেন এক মা
উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিপাকে মন্ত্রী পরেশ অধিকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, আজই সিবিআইয়ের দফতরে দুপুর ৩ টের মধ্যে হাজিরা দিতে হবে পরেশ অধিকারীকে। নাহলে এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে। সেই মোতাবেক এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআরে মন্ত্রী অধিকারী ছাড়াও রয়েছে পরেশ কন্যা অঙ্কিতার নাম।
সূত্রের খবর, মেয়ের নিয়গ কীভাবে হল? কীভাবে তালিকায় নাম না থাকলেও নিয়োগ। শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে তাঁর কী ভূমিকা ছিল সবটাই জানতে চাইবে সিবিআই? কিন্তু পরেশ কন্যা অঙ্কিতা কোথায়? তাঁর উপস্থিত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, এফআইআরে তাঁরও নাম রয়েছে।
নিজাম প্যালেস পৌঁছলেন পরেশ অধিকারী, মেয়ের উপস্থিতি নিয়ে উঠছে প্রশ্ন

মামলাকারীর অভিযোগ ছিল, অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১ নম্বর। মামলাকারী ববিতার প্রাপ্ত নম্বর ৭৭। কিন্তু তিনি কেন চাকরী পেলেন না। সেখান থেকেই প্রশ্ন ওঠে। সেইসঙ্গে ববিতার পার্সোনালিটি টেস্টের নম্বর ৮ হলেও অঙ্কিতার কোনও তথ্য নেই। সেখান থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। নতুন সমস্যায় পড়তে পারেন মন্ত্রী।