Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকা লেনদেনের হিসাব লেখা

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার জেরার পর গত মঙ্গলবার (৩০ মে) তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁর গ্রেফতারির একদিনের মাথায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। কালীঘাটের কাকুর বাড়ির বাইরে থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার লেনদেনের ছেঁড়া কাগজ।

আরও পড়ুন: গরুপাচারকাণ্ডে কেষ্ট ঘনিষ্ঠ ২ চালকল ব্যবসায়ীকে তলব CBI-এর

বুধবার সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির বাইরের ডাস্টবিন থেকে কিছু ছেঁড়া কাগজ উদ্ধার করা হয়েছে। যেগুলিকে আর্থিক লেনদেনের নথি বলেই প্রাথমিক অনুমান। কাগজগুলিতে লেখা রয়েছে কয়েকলক্ষ টাকার লেনদেনের হিসেব। এছাড়া একটি কনসালটেন্সির নামও উল্লেখ করা হয়েছে। এর আগে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করে গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সুজয়। ২০১২ সালে যখন কোম্পানি তৈরি হয় সেই সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিরেক্টর ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।

Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে
Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ২০১৬ সালে ওই কোম্পানি থেকে বেরিয়ে আসেন কালীঘাটের কাকু। কিন্তু তদন্তে দেখা যায় ডিরেক্টর পদে না থেকেও সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন তিনি। অন্যদিকে, সলিটারেড এজেন্সি নামে দ্বিতীয় এজেন্সির খোঁজ পাওয়া গিয়েছে। এই সংস্থাগুলিতেই দুর্নীতির কালো টাকা সাদা হত বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি বিভিন্ন ক্ষেত্রে নথি নষ্ট করার অভিযোগ উঠেছে সুজয়ের বিরুদ্ধে। একাধিকবার তাঁকে তলব করা হয়। তদন্তে অসহযোগিতার অভিযোগে শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে ইডি। এরপরই আবার তাঁর বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার নথিপত্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে
Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। ইডি দফতরে প্রবেশের সময় জানিয়েছিলেন যে, তিনি যথেষ্ট ‘আত্মবিশ্বাসী’। কিন্তু তাঁর সেই আত্মবিশ্বাস ভেঙে পড়ে ইডির জিজ্ঞাসাবাদের সামনে। ১১ ঘন্টা জেরা শেষে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, মঙ্গলবারের জেরায় একাধিক প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন সুজয়কৃষ্ণ ভদ্র। বকলমে তিনি যে ভুয়ো সংস্থা চালাতেন সেই সংস্থা সুজয়কৃষ্ণ বাবুর সামনে পেশ করা হলে অস্বীকার করেন তিনি। এমনকী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ব্যবসায় সুজয়কৃষ্ণের বিনিয়োগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।

Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে

Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে
Kalighater Kaku-র বাড়ির বাইরের ডাস্টবিন থেকে উদ্ধার ছেঁড়া কাগজ, লক্ষ লক্ষ টাকার লেনদেনের হিসেব রয়েছে নথিতে