পঞ্চায়েত হিংসায় কতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ভোট হিংসায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আদালতে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সোমবার সেই মামলায় এবার রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। চলতি মাসের শেষ সপ্তাহে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন: Manik Bhattacharya-র মামলায় রিপোর্ট তলব! তদন্ত বন্ধ কেন? প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

গত ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ছিল। ভোটপর্বে বাংলার বিভিন্ন প্রান্তে রণক্ষেত্র হয়ে উঠেছিল। প্রাণ ঝরেছে একাধিক জনের। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের নামের তালিকাও প্রকাশ করতে হবে। এই সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের যারা হোমগার্ডের চাকরি পেয়েছেন, যে সমস্ত পরিবারদের দু লক্ষ টাকা দেওয়া হয়েছে, তাঁদের সকলের নাম সহ যাবতীয় তথ্য হলফনামায় উল্লেখ করতে হবে।

পঞ্চায়েত হিংসায় কতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচনের দিন ও ভোট পরবর্তী হিংসায় মৃতের সংখ্যা ৫০ জনেরও বেশি। গত ১৪ জুলাই কলকাতা হাইকোর্ট জানিয়েছিল পঞ্চায়েত হিংসায় মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে দিতে হবে এবং একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দিতে হবে। কিন্তু মামলাকারীর অভিযোগ আদালতের নির্দেশের পর একমাস হয়ে গেলেও মাত্র ১৭ জন চাকরি পেয়েছেন। জেলাশাসককে এই নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

পঞ্চায়েত হিংসায় কতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

উল্লেখ্য, অধীরের মামলার শুনানিতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ভোটের দিন যারা আহত হয়েছেন তাঁদের সু-চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। পঞ্চায়েত নির্বাচনের দিন বিভিন্ন বুথে ভোট লুঠ, ছাপ্পা ভোট, ব্যালট বাক্সে ভাঙচুর, ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মনোনয়ন পর্ব থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পঞ্চায়েত হিংসায় কতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

পঞ্চায়েত হিংসায় কতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের
পঞ্চায়েত হিংসায় কতজন নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের