নজরবান্দি ব্যুরো: সেনা দফতরে ঢুকে ইমরান খানের সমর্থকদের হামলা এবং তাণ্ডব চালানো নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। সিয়ালকোটের সেনাছাউনি পরিদর্শনে গিয়েছিলেন মুনির। নাম না করে ইমরানের সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, “আমাদের শহিদ এবং স্মৃতিসৌধকে অসম্মান করার কারও অধিকার নেই।
আরও পড়ুন: রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই করা হোক প্রধানমন্ত্রীর মুখ, দাবি প্রবীণ কং নেতার
এরাই পাক সেনাবাহিনীর, দেশবাসীর অনুপ্রেরণা, গর্ব। এগুলির অসম্মান কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।” দেশের সেনা প্রধান যখন এই হুশিয়ারি দিচ্ছেন তখন গৃহবন্দী অবস্থায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দিলেন বিপর্যয়ের হুঁশিয়ারি।
বৃহস্পতিবারই ইমরানকে জমি দুর্নীতি মামলায় তলব করেছিল দুর্নীতি দমন বিভাগ। কিন্তু সেখানে হাজিরা না দিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে কার্যত গৃহবন্দি অবস্থায় দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন ইমরান।
‘ ফের ভেঙে যাবে পাকিস্তান’, বিপর্যয়ের হুঁশিয়ারি দিলেন ইমরান
তিনি বলেন, “নওয়াজ শরিফের মতো পালিয়ে যাওয়া নেতারা দেশের কথা একেবারেই ভাবেন না। তাঁদের জন্যই দেশের বদনাম হচ্ছে। আমি বুঝতে পারছি আগামী দিনে বড়সড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান। অবিলম্বে নির্বাচন না হলে একেবারে পূর্ব পাকিস্তানের দশা হবে দেশের। ভেঙে যাবে পাকিস্তান।”