রোহিত বাহিনীর পরাজয়ে আনন্দে নাচছে পাকিস্তান, মিমের ঝড় সোশ্যাল মিডিয়ায়
Pakistan is dancing with joy in the defeat of india

নজরবন্দি ব্যুরো: ফের স্বপ্নভঙ্গ। একটুর জন্য বিশ্বকাপ হাতছাড়া হল ভারতের। ২০০৩ সালের পর ২০২৩ সালেও ভারতের হাত থেকে বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। রবিবারের এই হারে যখন গোটা ভারতবাসীর মন ভারাক্রান্ত, তখনই আনন্দে নাচছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ভারতকে ট্রোল করতে কোনও খামতি রাখছে না পাকিস্তানিরা।

আরও পড়ুনঃ কোচ হিসাবেও স্বপ্ন পূরণ হল না, আবার কোচ হিসাবে দেখা যাবে? কী বললেন দ্রাবিড়

কেউ লিখছেন, “প্রেম-ভালবাসাতেও এত মজা হয় না, যতটা ভারত হারলে মজা লাগে”। কেউ আবার সরাসরি ভারতের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগও এনেছেন। ভারতের হারের পর বাবর আজম যা পোস্ট করেছেন তা ভক্তরা পছন্দ করছেন না। বাবরের উদ্দেশ্য ভুল ছিল না, তবে ভক্তরা বলছেন যে এই পোস্ট করে তিনি বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়ার পরাজয়ের প্রতিশোধ নিয়েছেন।

ICC WC Fainal23: রোহিত বাহিনীর পরাজয়ে আনন্দে নাচছে পাকিস্তান, মিমের ঝড় সোশ্যাল মিডিয়ায়

তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেছে।’ অপর দিকে মাইক্রো-ব্লগিং সাইট ‘এক্স’-এ উপহাস করেছেন এক জন। লিখেছেন, ‘না ইস্ক মেয়, না পেয়ার মে, জো মাজা হেয় ইন্ডিয়াকে হার মে।’

রোহিত বাহিনীর পরাজয়ে আনন্দে নাচছে পাকিস্তান, মিমের ঝড় সোশ্যাল মিডিয়ায়

ICC WC Fainal23: রোহিত বাহিনীর পরাজয়ে আনন্দে নাচছে পাকিস্তান, মিমের ঝড় সোশ্যাল মিডিয়ায়

আরেক পাকিস্তানি ব্য়বহারকারী তো আবার দাবি করেছেন, ভারতের হারে তাঁর জীবনের ১০ বছর বেড়ে গিয়েছে। এক কথায় এই জয়ে অস্ট্রেলিয়া যতটা না খুশি, তার থেকেও যেন বেশি খুশি পাকিস্তান।

ICC WC Fainal23: রোহিত বাহিনীর পরাজয়ে আনন্দে নাচছে পাকিস্তান, মিমের ঝড় সোশ্যাল মিডিয়ায়