বিজেপিকে ‘হিন্দু রাষ্ট্র’ গড়তে সাহায্য করছে ওয়েইসি। মন্তব্য বিখ্যাত উর্দু কবির।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিজেপিকে ‘হিন্দু রাষ্ট্র’ গড়তে সাহায্য করছে ওয়েইসি। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি আসলে কাজ করছেন বিজেপির ( ‘বি’ টিম হয়ে। বিজেপিকে জেতাতে সর্বত্র ছুটে যাবেন তিনি। পরোক্ষে মদত দেবেন হিন্দু রাষ্ট্র গড়ার প্রক্রিয়াতে । বিহারে তিনিই জিততে সাহায্য করছেন গেরুয়া শিবিরকে। এভাবেই ওয়েইসিকে কটাক্ষ করে তাঁকে কাঠগড়ায় তুললেন বিখ্যাত উর্দু কবি মুনব্বর রানা।

আরও পড়ুনঃ নেই মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীরা,পাক তালিকা নাকচ ভারতের

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েইসির বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, ‘‘ওয়েইসি মুসলিমদের পক্ষে কথা বললেও তাঁর দল বিহারে বিজেপিকে ২২টি আসনে জিততে সাহায্য করেছে। এর মধ্যে এমন ১১টি আসন রয়েছে, যেখানে আরজেডি ও কংগ্রেস সামান্য ব্যবধানে হেরেছে।’’ কেবল বিহার নয়, ২১এর ভোটে পশ্চিমবঙ্গের নির্বাচনেও একইভাবে বিজেপিকে সাহায্য করবেন ওয়েইসি।

একথা স্পষ্ট করে রানা বলেন, ‘‘উনি মহাজোটের হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই কৌশল তিনি নেবেন পশ্চিমবঙ্গের ভোটেও। ওয়েইসি বিজেপিকে জেতাতে সর্বত্র ছুটে যাবেন। ওদের হিন্দু রাষ্ট্র গড়ার প্রক্রিয়াকে সহজ করে দেবেন।’’ এমনকি উত্তরপ্রদেশে নির্বাচনেও ওয়েইসি একই ভূমিকা পালন করবেন বলে দাবি করেন রানা। এদিন রানা ওয়েইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, মুখে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও তাঁর দলের কারণেই যে বিজেপি বাড়তি অক্সিজেন পাচ্ছে, তা ওয়েইসিও ভাল করেই জানেন।

এমনকী, তিনি খোঁচা দিয়ে এও বলেন, ‘‘ওঁর বাবার কিছুই ছিল না। এখন ওঁরা ১৫ হাজার কোটি টাকার মালিক!’’ কেবল আসাদউদ্দিন নন, তাঁর বাবা ও ভাইকেও কটাক্ষ করেন রানা। তাঁর কথায়, ‘‘আমি শুরু থেকেই ওয়েইসিকে পছন্দ করি না। ওঁর বাবাও এরকমই ছিল। আর ওঁর ভাইকে হিন্দুদের থেকেও বেশি ঘৃণা করেন মুসলিমরা।’’ উল্লেখ্য, এবারের বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হয় এনডিএ ও বিরোধী মহাজোটের মধ্যে।

বিজেপিকে ‘হিন্দু রাষ্ট্র’ গড়তে সাহায্য করছে ওয়েইসি। এই দুই প্রধান প্রতিপক্ষের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে এআইএমআইএম। আগে থেকেই মনে করা হয়েছিল, তারা যে কোনও ফলাফলকে প্রভাবিত করতে পারে ভোট কেটে। ফলপ্রকাশের পরে তেমনটাই হতে দেখা গিয়েছে। বহু ক্ষেত্রেই স্বল্প ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। এআইএমআইএম-এর উপস্থিতি সেখানে দারুণ প্রভাব ফেলেছে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের

আর মাত্র ৩ দিন পর বালুরঘাটে ভোট, নিজের গড়ে মেগা রোড-শো সুকান্তের

আর মাত্র ৩ দিন পর দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোট। যে কারণে একেবারে শেষলগ্নে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন সেখানেরই বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
'বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন', লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

‘বিধানসভায় তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন’, লোকসভার প্রচারে কেন এই কথা বললেন অভিষেক?

২০২১-এর বিধানসভা নির্বাচনে করোনার সময় এই বাংলা বিরোধী বিজেপি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আট দফায় নির্বাচন করেছিল। ২৪-এ যেখানে তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসমে এক-দু দফায় ভোট হচ্ছে। সেখানে বাংলায় সাত দফায় নির্বাচন করছে, যাতে বহিরাগত পরিযায়ী পাখিরা বাংলায় এসে প্রচার করতে পারে।
যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!

যোগ্য-অযোগ্য বাছতে ব্যর্থ CBI, তাহলে কিসের এই তদন্ত? ধর্মতলায় উদ্বিগ্ন চাকরিহারাদের প্রশ্ন অনেক!

কলকাতা হাই কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক। আর এবার কিন্তু রাজ্যের মানুষ সাক্ষী থাকতে চলেছে চাকরিহারাদের ধর্নার। রায় ঘোষণার পরদিনই দলে দলে চাকরিচ্যুতরা ভিড় জমিয়েছেন ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে।
পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

পাল্টে গেল পাহাড়ের রাজনৈতিক সমীকরণ, বিজেপি কে সমর্থন জানালেন বিনয় তামাং

উল্লেখ্য, গোর্খা জনমুক্তি মোর্চা অনেক দিন হল খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। বিনয় তাঁর গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেন। তার পর সোমবার রাতে এক প্রস্ত ভার্চুয়াল বৈঠকে কোর কমিটি তাঁকে দায়িত্ব দেয় সিদ্ধান্ত নেওয়ার। বিনয়ের কথায়, ‘‘সংগঠনের নেতারা আমার উপর দায়িত্ব ন্যস্ত করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, তৃণমূল ছাড়া যাকে খুশি সমর্থন করা যেতে পারে।’’
কমিশনের সতর্কবার্তাকে থোরাই কেয়ার! ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের

কমিশনের সতর্কবার্তাকে থোরাই কেয়ার! ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লস্কর জঙ্গির নজরদারি ইস্যুতে রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই নিরাপত্তাহীনতার দায় তাঁদের উপরেই চাপালেন দিলীপ ঘোষ।

Lifestyle and More...