নজরবন্দি ব্যুরোঃ পৃথিবীতে যে মধুর সম্পর্কগুলি রয়েছে তারমধ্যে অন্যতম সুন্দর সম্পর্কটি হল স্বামী-স্ত্রীর সম্পর্ক। কারণ এই বন্ধনেই একজন মানুষ তাঁর সঙ্গীর থেকে সময় এবং পরিস্থিতি অনুযায়ী সব রকম সম্পর্কের অনুভূতি পায়। আর এই মধুর সম্পর্কটি নির্ভর করে ভালোবাসা, সততা, ভরসা আর বিশ্বাসের ওপর। একজন অন্যজনকে তাঁর লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, একে অপরকে জীবনে লড়াই করার সাহস দেয় এবং উৎসাহ দেয়।
আরও পড়ুনঃ কুমোরটুলিতে হঠাৎ দেখা পার্থ-অর্পিতার, ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ
এমনই, এক মানুষের তাঁর স্ত্রীয়ের প্রতি ভালবাসা দেখলে অবাক হতে হবে। গুড নিউজ মুভমেন্ট নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায়ই মন ছুঁয়ে যাওয়া ভিডিও পোস্ট এবং শেয়ার করা হয়। সম্প্রতি এই অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যাতে একজন বয়স্ক ব্যক্তিকে তার চুল, সৌখিন ভাবে ব্রাশ করতে দেখা গিয়েছে এবং তারপরে বিছানায় শুয়ে থাকা তার স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন বৃদ্ধটি। এদের সম্পর্ক দেখলে সত্যিই চোখে জল আসবে।

তাদের সম্পর্কের গল্প শুনলে তাদের প্রেমের প্রশংসা করতেই হবে। পাশাপাশি আবেগপ্রবণও হতে হবে। আসলে আর্জেন্টিনায় বসবাসকারী এই বৃদ্ধ তাঁর স্ত্রীকে দেখার আগে প্রতিদিন সাজগোজ করেন। চুল আঁচড়ান এবং নিজেকে সুন্দর করে তৈরি করেন। তারপরেই স্ত্রীর সামনে যান। আসলে তাঁর স্ত্রী গত ১৫ বছর ধরে অসুস্থ এবং স্মৃতিভ্রংশ হয়েছে যার কারণে তিনি স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছেন।
স্ত্রীয়ের কাছে যেতে রোজ সাজেন বৃদ্ধ, এর আসল কারণ কি? শুনলে অবাক হবেন আপনি
শুধু তার স্বামীর মুখই একমাত্র তার মনে আছে। তাই স্ত্রীয়ের সামনে যাওয়ার আগে স্বামী নিজেকে খুব যত্ন নিয়ে সাজিয়ে তবেই স্ত্রীয়ের কাছে যান। এই ভিডিওটিতে ১৫লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। এক নেটিজেন ভিড়িওটিতে মন্তব্য করে বলেছেন, আজকের প্রজন্ম এমন ভালোবাসা অনুভব করতে পারবে না কখনও। ইতিমধ্যেই এই ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে নেট জগতে।