নজরবন্দি ব্যুরোঃ গত মরসুমে গোড়ালির চোটে ১২টি ম্যাচে খেলতে পারেননি নেইমার। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিয়ে এসেছিলেন। ম্যাচের আগের ক’দিন বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। দলের সিনিয়র ফুটবলার থিয়াগো সিলভা জানিয়েছিলেন, মানসিক এবং শারীরিকভাবে সেরা পরিস্থিতিতে রয়েছেন নেইমার। কিন্তু সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে বড় চোট পেয়েছেন তিনি। কার্যত অনিশ্চিত পরের ম্যাচে।
আরও পড়ুনঃ কাতারে বিশ্বযুদ্ধ, মরুদেশে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
সার্বিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার খেলতে নেমেছিল ব্রাজিল। সেই ম্যাচ ২-০ গোলে জিতলেও গুরুতর চোট পেয়েছেন নেইমার। ব্যাথা যন্ত্রণায় চোখে জল চলে আসে তাঁর। গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এমন অবস্থায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে নেইমারকে পাওয়া যাবে কি না তা নিয়ে আশঙ্কা সমর্থকদের মধ্যে। ব্রাজিল কোচ তিতে যদিও আত্মবিশ্বাসী যে, পরের ম্যাচেই খেলতে পারবেন নেইমার।

ব্রাজিলের কোচ তিতে বলেন, “নেমারের পরের ম্যাচে খেলার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপে খেলতে দেখা যাবে ওকে।” তাঁর সংযোজন, “আমি বুঝতে পারিনি যে নেমারের চোট লেগেছে। ওর ক্ষমতা আছে এই চোট সারিয়ে ফেরার।”
ব্রাজিল দলের চিকিৎসক রড্রিগো লাসমার জানিয়েছেন, “ডান গোড়ালিতে চোট রয়েছে নেইমারের। সার্বিয়ার ফুটবলারের হাঁটুতে লেগে চোট পেয়েছে ও। বেঞ্চেই চিকিৎসা করা হয়েছে। ফিজিয়োর সঙ্গে রয়েছে নেইমার। ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগবে নেমারের চোট কতটা সেটা বোঝার জন্য। এমআরআই করা হয়নি। শুক্রবার আরও এক বার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনই কোনও কিছু বলা সম্ভব নয়।”
কাতার বিশ্বকাপে অনিশ্চিত নেইমার, ‘এখনই কিছু বলা সম্ভব নয়’ বলছেন চিকিৎসক!
বিশ্বকাপে গ্রুপ জি-তে রয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার সার্বিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে হলুদ জার্সিধারিরা। সোমবার তারা খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ক্যামেরুনকে হারিয়ে তারাও ৩ পয়েন্ট পেয়েছে।ব্রাজিল শিবিরের একটাই চিন্তা, নেইমার ফিট হয়ে উঠবেন তো?