নজরবন্দি ব্যুরোঃ ভাঙড়ে তৃণমূল-আইএসএফ দ্বন্দ্ব চরমে। এতদিন তৃণমূল নেতা শওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকি একে অপরকে ভাই-ভাই বলে সম্বোধন করলেও এবার কিন্তু তাদের সম্পর্কে তিক্ততা বাড়ছে। সম্প্রতি নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। এবার কিন্তু পাল্টা আইএসএফ বিধায়কও দু’চার কথা শুনিয়ে দিলেন।
আরও পড়ুনঃ সরকারি ছুটির দিনেও তৎপরতা, ধুপগুড়ির বিধায়ককে শপথের অনুমতি চেয়ে রাজভবনে চিঠি
রবিবার ভাঙড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকিকে কটাক্ষ করে শওকত মোল্লা বলেন, “যারা যুব সমাজের হাতে গুলি, বোমা তুলে দিচ্ছে তাদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ সিদ্দিকি আমার নামে মামলা করেছিল। আমি নাকি জঙ্গি! আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গি সংগঠনের নায়ক।”
নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে দাগলেন শওকত, পাল্টা কী বললেন ISF বিধায়ক?
শওকত মোল্লার এই মন্তব্যের পরই কিন্তু ভাঙড়ের আইএসএফ নেতা কর্মীরা তৃণমূল নেতার বিরুদ্ধে সরব হয়েছেন। আর পাল্টা শওকত মোল্লাকে নিশানায় এনে নওশাদ সিদ্দিকি বলেছেন, “উনি (পড়ুন শওকত মোল্লা) অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চাইছেন। আমাকে যে সার্টিফিকেট দিচ্ছে তার বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী বোমা বানানোর অভিযোগ এনেছিলেন।”
একই সঙ্গে কিন্তু শওকত মোল্লা আবার নওশাদকে ‘বিজেপির দালাল’ বলেও কটাক্ষ করেছেন। তাঁর দাবি, এলাকার মানুষদের থেকে যে যে সরকারি অফিসাররা টাকা নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।
