বিজেপি ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো হবে! রাজ্যে দাঁড়িয়ে ঘোষণা মোদীর
বিজেপি ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো হবে! রাজ্যে দাঁড়িয়ে ঘোষণা মোদীর

নজরবন্দি ব্যুরোঃ ১৫ দিনের মাথায় তিনবার বাংলা সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় নেতা মন্ত্রিরা যতবারই রাজ্যে আসছেন ততবারই আপডেট করছেন বিজেপির ইস্তেহার। প্রতিবার নতুন নতুন একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করছেন তাঁরা। আজ ২২ তারিখ ব্যান্ডেলের সাহাগঞ্জে বন্ধ ডানলপ কারখানার মাঠে রাজনৈতিক সভা চলছে তাঁর। এমনিতেও ওই মাঠে সভার জন্য একাধিক বর্ষ পুরান গাছ কাটার জন্য প্রতিবাদ করেছিলেন বাসিন্দারা। এবার ক্ষোভের মাঠেই দাঁড়িয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন তিনি। জানালেন বিজেপি ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো হবে!

আরও পড়ুনঃ ফিরে আসুন, BJP-তৃণমূলে চলে যাওয়া কর্মী-সমর্থকদের আবেদন করলেন সূর্যকান্ত।

সমগ্র ভাষণ জুড়ে মোদী বলেছেন বাংলা মনস্থির করেছে বদলের। বাংলা এবার আর প্রত্যাবর্তন চায়না, চায় পরিবর্তন। আর সেই পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কী কী করবেন তার একটি তালিকা দিয়েছেন তিনি। রাজ্যের অবস্থান প্রসঙ্গে মোদি জানিয়েছেন বাকি সব উন্নত এবং উন্নয়নশীল দেশের মতই বাংলায় দরকার উন্নত পরিবহন এবং পরিকাঠামো। তাঁর জন্য আর বেশি সময় ও ব্যায় করতে রাজি নন তিনি।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন,বাংলায় রেল এবং পরিবহনের জন্য যে হাজার কোটি টাকার লগ্নী করা হয়েছে, তা থেকেও বাংলা পরে সুবিধা পাবে। সঙ্গে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সূচনায় মানুষের কী কী সুবিধে হবে তাঁর খতিয়ানও তুলে ধরেন।

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো হবে! মোদী জানান, বাংলায় ধর্মীয় মেরুকরণ চলছে। বাঙালিরা দুর্গাপুজা করতে পারেন না নিশ্চিন্তে। বর্তমান সরকার নাকি বাংলাকে দুর্গাপুজতেও স্বাধীনতা দেন না বলেও তোপ দাগেন তিনি। কিন্তু বিজেপি ক্ষমতায় এলেই এসবের কোন দুশ্চিন্তা করতে হবেনা বাংলার মানুষকে। নিজেদের মত সংস্কৃতি থেকে পুজো করতে পারবেন তাঁরা। তৃণমূল সরকারের প্রতি কটাক্ষ করে মোদী এও বলেন বর্তমান সরকার রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। নেতারা আরও ধনী হচ্ছে, গরীবরা আরও গরীব। কার্যত মোদির বক্তব্যে ফুটে উঠেছে বিজেপি বাংলায় ক্ষমতায় এলেই ধর্মীয় থেকে রাজনৈতিক সকল ক্ষেত্রেই মানুষ নিজেদের মত স্বাভাবিক জীবন যাপনের সুবিধা পাবে। মোটকথা বাংলায় তৈরি হবে ‘রাম রাজত্ব।’