PM Narendra Modi: বিশ্বজুড়ে বাড়ছে করোনার দাপট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, আবারও লাগু হবে কড়া নিয়ম

বিশ্বজুড়ে বাড়ছে করোনার দাপট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, আবারও লাগু হবে কড়া নিয়ম
narendra-modi-announce-covid-19-review-meeting-today

নজরবন্দি ব্যুরোঃ ফের করোনার লাল চোখ দেখে আতঙ্কে কাঁপছে ভারত। চীনের পরিনতি যে উদ্বেগ বাড়াচ্ছে তাতে সন্দেহ নেই। তাই কোনরকম সময় নষ্ট না করে বুধবার আবারও করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর বৃহস্পতি গোটা দেশের স্বাস্থ্য বিভাগকে তৎপর করতে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দুপুর সাড়ে তিনটেয় এই বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুনঃ চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, উৎসবের মরশুমে বিরাট ঘোষণা পর্ষদের

ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট বিএফ.৭ দেখা মিলেছে ভারতেও। ফলত চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। একেবারে সমস্ত দপ্তরকে সজাগ থাকতে বলেছেন। চীনের শোচনীয় অবস্থা  ফিরিয়ে আনছে  বিগত বছরের স্মৃতি। হাসপাতালে নেই একটিও খালি বেড। চীনের শ্মশান ভরে গিয়েছে মৃতদেহের ভীরে, এমনকি সৎকারের জন্য লোক পাওয়া যাচ্ছে না সেখানে।

বিশ্বজুড়ে বাড়ছে করোনার দাপট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, আবারও লাগু হবে কড়া নিয়ম
 বিশ্বজুড়ে বাড়ছে করোনার দাপট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, আবারও লাগু হবে কড়া নিয়ম

দেশেও ৪ জনের শরীরে বিএফ.৭ সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলল। নয়া ভ্য়ারিয়েন্টে আক্রান্তদের মধ্যে দুইজন গুজরাটের বাসিন্দা, বাকি দুইজন ওড়িশার বাসিন্দা। ইতিমধ্যেই গুজরাট স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, অক্টোবর-নভেম্বর মাসে ওমিক্রনের বিএফ.৭ ও বিএফ.১২ সাব-ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল। আক্রান্তরা বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এবং বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ফলত সমস্ত বিষয় নিয়ে আজকের গুরুত্বপুর্ন বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদী

বিশ্বজুড়ে বাড়ছে করোনার দাপট, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, ইতিমধ্যেই দিয়েছেন মাস্ক পরার নিদান 

images 2

স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা. ভি কে পল, ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপের চেয়ারম্যান ডা. এনকে অরোরা, ডা. আইসিএমআর-এর ডিজি রাজীব বহেল, বায়োটেকনোলজি দফতরের সচিব ডা. রাজেশ গোখালে এবং স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল ডা. অতুল গোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সাধারণ মানুষকে ফের একবার মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। করোনা টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়। আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও করোনা আক্রান্তদের চিহ্নিত করতে স্ক্রিনিং শুরু করা হয়েছে।